• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

হেফাজতের ভাংচুর, রক্ষা পায়নি স্টেডিয়াম

| মে 7, 2013 | 0 Comments

দেশের খবর: হেফাজতে ইসলামের কর্মীরা রোববার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢুকে ভাঙচুর করে। 

বঙ্গবন্ধু স্টেডিয়ামের মশাল গেট সংলগ্ন গ্যালারির ৫০টি চেয়ার, খেলোয়াড়দের বসার শেড, ভিআইপি ও খেলোয়াড়দের ড্রেসিং রুম, অ্যাথলেটিক্সের টাইমিং রুম, স্টেডিয়ামের আলো ও শব্দ ব্যবস্থা এবং সিন্থেটিক লেন ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে তারা।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি টাওয়ারের প্রধান গেটের শাটার, গার্ডরুম ও টাওয়ারের সামনে থাকা একটি গাড়ি ও দুটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ এবং পল্টন মাঠের সিকিউরিটি রুম ভাঙচুরসহ স্টেডিয়ামের চারপাশের প্রাচীরও ভেঙ্গে ফেলেছে হেফাজতকর্মীরা।

সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু স্টেডিয়াম ও এনএসসি টাওয়ার এলাকা পরিদর্শন করেন। এ সময় যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রাষ্ট্রীয় সম্পদের যারা ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করে স্টেডিয়ামের দ্রুত সংস্কার করা হবে।”

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর আবু জোবায়ের নিপুর গাড়িও পুড়িয়ে ফেলেছে হেফাজতকর্মীরা। নিপু জানান, “বাফুফে ভবনে আসতে না পারায় গাড়িটা ক্রীড়া পরিষদের সামনে রেখে দিয়েছিলাম। তারা যে এভাবে পুড়িয়ে ফেলবে তা কল্পনাও করতে পারিনি।”

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, রাজনীতি, শীর্ষ সংবাদ, স্পোর্টস

About the Author ()

Leave a Reply