• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

এইচএসসি ২০১২ এর ফল প্রকাশ, সেরা বোর্ড সিলেট সেরা কলেজ রাজউক

| জুলাই 18, 2012 | 0 Comments

ঢাকা ডেস্ক: দেশের দশটি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষার ফল গতকাল প্রকাশিত হয়েছে। দশটি শিক্ষা বোর্ডের মোট পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এবার রেকর্ড সৃষ্টি করেছে। পাসের হার শতকরা ৭৮.৬৭ ভাগ। গত বছর পাসের হার ছিল ৭৫.০৮ ভাগ। গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে ৩.৫৯ শতাংশ। এ বছর জিপিএ-৫-এর সংখ্যা গত বছরের চেয়ে ২১,৩৯৩ জন বৃদ্ধি পেয়েছে। এবার দশ বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৬১,১৬২ ছাত্রছাত্রী। এবার দশ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৯,১৭,৬৭৩ জন। এদের মধ্যে পাস করেছে মোট ৭,২১,৯৭৯ ছাত্রছাত্রী।

 গতকাল একযোগে দেশের দশটি শিক্ষা বোর্ডের অধীনে ২০১২ সালে অনুষ্ঠিত এইচএসসি, আলিম ও এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন। এবার www.educationboardresults.gov.bd ছাড়াও বোর্ডের ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়া যাচ্ছে। এর আগে সকাল ১০টায় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা বোর্ডের প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

সব বোর্ডে ফলাফলের দিক দিয়ে সেরা কলেজের মর্যাদা পেয়েছে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ। জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করেছে নটর ডেম কলেজ।  মোট পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে অংশ নেয়া ৭,৪২,৪৪৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫,৬৭,৯৪০ জন। এদের মধ্যে ছেলে ২,৮৮,২৩০ জন ও মেয়ে ২,৭৯,৭১০ জন। দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৭৬.৫০ শতাংশ। গতবার এই হার ছিল ৭২.৩৬ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৫১,৪৬৯ জন শিক্ষার্থী, যা গতবারের চেয়ে ১৭,৮৪ জন বেশি।

 আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারের দিক থেকে সবচেয়ে ভালো ফল করেছে সিলেট বোর্ড। এ বোর্ডের পাসের হার ৮৫.৩৭ ভাগ। দ্বিতীয় ঢাকা বোর্ড। এ বোর্ডের পাসের হার ৮১.৮২ ভাগ। এছাড়া রাজশাহী বোর্ডে ৭৮.৪৪ ভাগ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৫.৪১ ভাগ, কুমিল্লা বোর্ডের পাসের হার ৭৪.৬০ ভাগ, চট্টগ্রাম বোর্ডে ৭২.২৯ ভাগ, যশোর বোর্ডে পাসের হার ৬৭.৮৭ ভাগ এবং বরিশাল বোর্ডে সর্বনিম্ন পাসের হার ৬৬.৯৮ ভাগ।

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে রাজধানীর সেরা কলেজগুলোর মধ্যে গতবারের মতো এবারো প্রথম স্থান ধরে রেখেছে উত্তরা রাজউক মডেল কলেজ। তবে রাজধানীর নামকরা অনেক ভাল কলেজকে ডিঙ্গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে গতবারের সপ্তম অবস্থানে থাকা নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ। তৃতীয় স্থানে আছে ময়মনশিং গার্লস ক্যাডেট কলেজ। চতুর্থ স্থানে অবস্থান করছে ভিকারুন্নিসা নূন কলেজ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানিয়েছেন গত বারের মত চতুর্থ স্থান ধরে রাখতে পেরে তারা আনন্দিত। পণ্ঞ্চম স্থানে আছে নটরডেম কলেজ।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, স্টুডেন্ট কর্ণার

About the Author ()

Leave a Reply