• ১৯ অগ্রহায়ণ ,১৪৩১,03 Dec ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বিশ্বকাপ ২০১৪ এবং অলিম্পিক ২০১৬ আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল

| জুলাই 15, 2012 | 0 Comments

স্পোর্টস্ ডেস্ক::::::এই প্রথম কোন দেশ পর পর বিশ্ব ক্রিড়া আসরের সবচেয়ে বড় দুটি ইভেন্ট আয়োজন করার দায়িত্ব পেয়েছে। শাম্বার তালে তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০১৪ বরণ করতে প্রস্তুতি শুরু করেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। বিশ্বকাপ ২০১৪ এর মূল পর্ব ১২ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে। ৩২ দিনেরে এই আসরকে বরণ করতে তৈরি হচ্ছে বিশ্ব বিখ্যাত ১২ টি স্টেডিয়াম। ২০১৪ এর বিশ্বকাপে মোট ৩২ টি দল অংশ নেবে।

বিশ্ব ফুটবলের এত বড় আসর আয়োজনের রেশ কাটতে না কাটতেই ব্রাজিলকে প্রস্তুত হতে হবে বিশ্ব ক্রিড়া আসরের সবচেয়ে বড় অ‍য়োজন অলিম্পিক গেমসের জন্যে। আগামী ২৭ জুলাই অলিম্পিক ২০১২ শুরু হচ্ছে ইংল্যান্ডে। এরপর ২০১৬ অলিম্পিকের স্বাগতিক দেশ ব্রাজিল। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ৫ আগস্ট থেকে শুরু হয়ে অলিম্পিক ২০১৬ শেষ হবে ২১ আগস্ট । মোট ২৮টি খেলার ৩০৪টি ইভেন্ট নিয়ে অনুষ্ঠিত হবে ২০১৬ অলিম্পিক।

বিশ্ব ক্রিড়ামোধীরা যেমন শাম্বার তালে তালে ফুটবল আর অলিম্পিককে বরণ করতে উন্মূখ ঠিক তেমনি এত বড় দুটি আসর আয়োজন করতে গিয়ে ব্রাজিল হিমশিম খাবে কিনা তা নিয়েও চিন্তিত।

Category: 1stpage, Scroll_Head_Line, স্পোর্টস

About the Author ()

Leave a Reply