• ২০ চৈত্র ,১৪৩১,03 Apr ,2025
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউরোপীয়ান শাস্তির বিরুদ্ধে লড়াইয়ে নামবে বেলজিয়াম!!!

| মে 29, 2013 | 0 Comments

 ইউরোবিডি২৪নিউজঃ বেলজিয়াম এই নিয়ে পরপর তিন বছর বাজেট ঘাটতি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হবার জন্য যদি বেলজিয়ামকে জরিমানা করা হয় তবে সেক্ষেত্রে, বেলজিয়াম পরিকল্পনা করছে যে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের কাছে আপীল করবে।

পরপর তিন বছর ধরে বেলজিয়াম ইউরোপীয়ান ইউনিয়নের ছুঁড়ে দেয়া “জিডিপির ৩ শতাংশ” বাজেট ঘাটতি লক্ষ্য পূরণে ব্যর্থ হবার পর, যদি ২৯ মে ইউরোপীয় কমিশন তাদের জরিমানা করে তবে দেশটি তাদের ওপর এ সিদ্ধান্তের ওপর আপীল করবে।

বর্তমান মন্দার পরিস্থিতি বিবেচনা করার পর, বেলজিয়ান অর্থমন্ত্রী Koen Geens জোর দিয়ে বলেন, বেলজিয়ামের জরিমানা কখনই ন্যায় হতে পারে না। তিনি আরও বলেন, তিনি মনে করছেন এটি সময় অনুপযোগী একটি শাস্তি যা কিনা অবৈধ।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Belgium, প্রচ্ছদ, বেলজিয়াম, বেলজিয়াম, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply