• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

গোপন ব্যাংক অ্যাকাউন্ট তদন্তের অধীনে সুইস ব্যাংক UBS

| জুন 1, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ সুইস ব্যাংক UBS এর ফরাসি শাখা অভিযুক্ত হয়েছে যে এখানে ফরাসি ধনী ব্যাক্তিদের এই ব্যাংকে গোপন অ্যাকাউন্ট রয়েছে। ফরাসি ক্লায়েন্টদের জালিয়াতির নিয়মমাফিক তদন্ত চলছে। একটি বেনামী ইঙ্গিত থেকে জানা যায়,  ২০০২ এবং ২০০৭ এর মধ্যে অঘোষিত ৩৫০ টির ও বেশি অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া যায়।

তদন্তকারীরা সন্দেহ করছেন, UBS এর সুইস কর্মীদের সন্দেহ করছেন যে, তারা অবৈধভাবে ফরাসি ক্লায়েন্টদের কর ফাঁকি এবং তাদের মূলধন অবৈধভাবে আড়াল করতে সাহায্য করেছে।

UBS কে এই ট্যাক্স জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের তদন্তে “Assisted Witness” নামকরন করা হয়েছে।

UBS ফ্রান্সের সাবেক প্রধান, প্যাট্রিক ডি ফেট , Lille শহরের ব্যাংকের একটি শাখার সাবেক প্রধান এবং  উত্তর ফরাসি শহর এবং পূর্বাঞ্চলীয় Strasbourg  শহরের  UBS নির্বাহী ইতোমধ্যে তদন্তের অধীনে  আছেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply