”শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক রাষ্ট্র গড়ার কারিগর”-বেলজিয়াম বিএনপি
আলম হোসেন:বেলজিয়াম
ইউরোবিডি কমিউনিটি সংবাদ:৩জুন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বেলজিয়াম
বিএনপি কর্তৃক আয়োজিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউররহমানের ৩২ তম শাহাদাত বার্ষিকী
উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন "শহিদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমান হচ্ছেন আধুনিক রাষ্ট্র গড়ার কারিগর" ।
৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আওয়ামিলীগ নেতৃত্বে শূন্যতার কারনেই শহিদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষনা করেছিলেন ।শুধু ঘোষনা করে ক্লান্ত হননি তিনি
নিজে যুদ্ধে অংশ গ্রহন করেছিলেন । দেশ স্বাধীন করেছেন , স্বাধীনতার পর আবার
দেশের ক্রান্তিলগ্নে দেশের শাসনবার গ্রহন করেন , শহিদ জিয়া হচ্ছেন আধুনিক রাষ্ট্র
গড়ার কারিগর । শহিদ জিয়ার আদর্শ ধারন করে দলকে এগিয়ে নেয়ার জন্য প্রবাসী নেত্রীবৃন্দের প্রতি বক্তারা আহবান জানান ।
সভায় বক্তব্য রাখেন : সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন মুন্না, সহসভাপতি আলী জাহাঙ্গীর, সহসভাপতি নাসির উদ্দিন,
সহসভাপতি সাজা মিয়া, সহসভাপতি আক্কাস উদ্দিন, যুগ্নসম্পাদক তছু মিয়া, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু,
অর্থসম্পাদক বুরহান উদ্দিন, সহসাধারন সম্পাদক সামছুল ইসলাম, দপ্তর সম্পাদক আলম হোসেন, বিএনপি নেতা আমির আলী ,
আব্দুল হক, স্বপন মিয়া, ফিরোজ আলী, সাইদুর মার্টিন, রহমান মহসিন, ইসলাম উদ্দিন।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওঃ ছাদিকুর রহমান ।
Category: Community Belgium, Community news 1st page, ইউরোবিডি কমিউনিটি সংবাদ