• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বৃহত্তর ময়মনসিংহ প্রবাসী কল্যান পরিষদ ফ্রান্স এর কার্যকরী কমিটি গঠন, অভিষেক ১৮ আগষ্ট

| জুন 10, 2013 | 0 Comments

শামীম মাহমুদ, ইউরোবিডি24নিউজ.কম

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে অরাজনৈতিক সংগঠন হিসাবে দল মত নির্বিশেষে প্যারিসে অবস্হানরত টাঙ্গাইল,শেরপুর,জামালপুর,ময়মনসিংহ,নেএোকোনা,কিশোরগন্জ তথা বৃহত্তর ময়মনসিংহের ফ্রান্স প্রবাসীবৃন্দ সুখে- দুখে একযোগে কাজ করার পাশাপাশি সকলে একমত হয়ে একটি আদর্শ আঞ্চলিক সংগঠন হিসাবে বৃহত্তর ময়মনসিংহ প্রবাসী কল্যান পরিষদ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনকে বেগ বান করার লক্ষ্যে নতুন পুরাতনের মধ্য থেকে  আহম্মেদ আলী দুলাল কে সভাপতি ও খান বাবু রুমেল কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিঠি গঠন করা হয় ।

বক্তারা বলেন বৃহত্তর ময়মনসিংহের পুরনো ঐতিহ্য বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে পরিচিত করতে বিশেষ অবদান রেখেছে । এ ধারাকে অব্যাহত রাখতে আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে । আঞ্চলিকতার নামে বিবাধ নয়, বরং আন্তরিকতার মাধ্যমে ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বৃহত্তর ময়মনসিংহ প্রবাসী কল্যাণ পরিষদ ।

গত ৯ ই জুন রবিবার প্যারিসের লা চাপেলের বি,সি,সি হলে বৃহত্তর ময়মনসিংহ প্রবাসী কল্যাণ পরিষদ ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রানবন্ত সাধারণ সভা । আহমেদ আলী দুলালের সভাপতিত্বে ও রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে ভবিষ্যত দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ডঃ আব্দুল মালেক ফরাজী, শুভাকামনা জানান উপদেষ্টা আবদুল্লাহ আল বাকী, ইসমাঈল মোল্লা ও সংগঠনকে নব চেতনায় এগিয়ে নেয়ার পরামর্শ দেন উপদেষ্টা আবুল কালাম ফারাজী, আরও বক্তব্য রাখেন ওমর গাজী, আনোয়ার হোসেন, খান বাবু রুমেল,রিপন দেবনাথ, হাবীবুর রহমান পলাশ, নয়ন মামুন, জাহিদুল হাসান প্রমুখ ।

পাশাপাশি সভায় বৃহত্তর ময়মনসিংহ প্রবাসী কল্যান পরিষদের বিভিন্ন দিকের উপর পরামর্শ ও আগামী দিনের করনীয় নিয়ে গুরুত্বপূর্ণ দৃস্টিভঙ্গি উপস্থান করেন ফারুক নেওয়াজ খান,মাহবুব হোসেইন,এম এ হাশেম,আবু তাহির,শাহীন আহমদ ও ফয়সাল আহাম্মেদ দ্বীপ সহ ফ্রান্সে অবস্থানরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য সভা থেকে নবগঠিত কার্যকরী কমিটির সম্ভাব্য অভিষেক ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান আগামী আগষ্ট মাসের ১৮ তারিখ ধার্য করা হয় ।

Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply