• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ সদস্য দ্বারা গোপন নজরদারির তথ্য ফাঁস!!!

| জুন 10, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ যুক্তরাষ্ট্রের গোপন তদন্ত কর্মসূচির কথা ফাঁস করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থ‍ার (সিআইএ) সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেন। এ তথ্যটি উল্লেখ করেছে যুক্তরাজ্যের পত্রিকা দ্য গার্ডিয়ান। পত্রিকাটি জানিয়েছে, স্নোডেনের নিজস্ব আবেদনে তার নাম প্রকাশ করা হয়েছে।

 সম্প্রতি দ্য গার্ডিয়ান প্রকাশ করে, যুক্তরাষ্ট্র সরকার লাখো ব্যবহারকারী ফোনে আড়ি পেতেছিল এবং ফেসবুক, গুগল, ইউটিউব, মাইক্রোসফটসহসহ বিভিন্ন ইন্টারনেট জায়ান্ট ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের তথ্যের ওপর গোপনে নজরদারি করেছে।

গোপন কর্মসূচির কথা ফাঁস করে দেওয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দার পরিচালকের কার্যালয়। ইতোমধ্যে বিচার বিষয়ক মন্ত্রণালয়কে তারা বিষয়টি অভিহিতও করেছে।

 বুধবার প্রথমবারের মতো প্রকাশ পায়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ফোন কোম্পানি ভেরিজনকে ফোন কলের ‘মেটাডাটা’ (ডায়াল ও রিসিভকারী দুজনের নাম্বার, কথা বলার সময় ও ব্যাপ্তি, অবস্থান সবকিছু) দেওয়ার নির্দেশ দেয়। এরপরেই প্রিজম নামের কর্মসূচির আওতায় ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইয়াহু, ইউটিউব, অ্যাপলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভারে সরাসরি প্রবেশ করে তথ্য সংগ্রহ করে। কিন্তু এর কিছুই জানত না প্রতিষ্ঠানগুলো।

 এ কর্মসূচির অংশ হিসেবে সার্চ হিস্ট্রি, ইমেইলের আধেয়, ফাইল ট্রান্সফার ও লাইভ চ্যাটসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে এনএসএ।

 ২০০৭ সাল থেকে বিভিন্ন কোম্পানির তথ্যাগারে সরাসরি প্রবেশ করে আসছে এনএসএ। ‘আপনার গোপনীয়তা আমাদের অগ্রাধিকার’ স্লোগানের ধারক মাইক্রোসফটের সার্ভারে সবার আগে প্রবেশ করে এনএসএ। এর পরে ২০০৮ সালে ইয়াহু, ২০০৯ সালে গুগল, ফেসবুক ও পালটকের সার্ভারে ঢুকে তথ্য সংগ্রহ করে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা। ২০১০ সালে ইউটিউব, ২০১১ সালে স্কাইপি ও এওএল এবং সবশেষ অ্যাপেলের তথ্যাগারে প্রবেশ করে এনএসএ।

 ২০০৭ সালে চালু হওয়া প্রিজম কর্মসূচির আওতায় এনএসএ ও এফবিআই যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান ইন্টারনেট কোম্পানিগুলোর সার্ভারে প্রবেশ করে ইমেইল, ওয়েব চ্যাট ও অন্যান্য যোগাযোগের তথ্য সংগ্রহ করতে পারে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply