ফরাসি নৌ অফিসার এবং আরও দুজন সিরিয়ার জিহাদিদের সাথে সংযোগ থাকার সন্দেহে গ্রেফতার
ইউরোবিডি২৪নিউজঃ একজন ফরাসি নৌ অফিসার এবং আরও দুজন সিরিয়ার জিহাদিদের সাথে সংযোগ থাকার সন্দেহে গ্রেফতার হয়েছেন। ধারণা করা হচ্ছে যে, এরা কোন সন্ত্রাসী চক্রের সাথে যুক্ত এবং তারা ইসলামী যোদ্ধাদের ফ্রান্স থেকে সিরিয়া এবং অন্যত্র পালাতে সাহায্য করেছে।
সোমবার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেবার পর শুক্রবার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয় এবং তাদের কারাদণ্ড প্রদান করা হয়।
২৩ বছর বয়সী ঐ নৌ অফিসার দক্ষিন ফ্রান্স এর অধিবাসী। তার ভাই সিরিয়াতে বাসার আল আসাদের শাসনের বিরুদ্ধে যুদ্ধরত।
তদন্তকারীরা মনে করছেন, সে তার ভাইকে সিরিয়াতে যেতে সাহায্য করেছে অথবা তাকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করেছে।
এ ঘটনার অন্য দুজন, ২৬ ও ২৯ বছর বয়সী উভয়েই পূর্বেই অপরাধ তালিকাভুক্ত হবার কারণে পুলিশের কাছে পরিচিত। ফ্রান্সের নিকটবর্তী Torcy- তে একটি ইসলামী দলের সাথে যুক্ত থাকার ব্যাপারে তাদের সন্দেহ করা হচ্ছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ