• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

গুপ্তচরবৃত্তির অপরাধে স্নোডেনের বিরুদ্ধে চার্জ গঠন করলো যুক্তরাষ্ট্র

| জুন 22, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ মার্কিন যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘন এবং সরকারি সম্পত্তি চুরির অপরাধে অভিযুক্ত করলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক সদস্য  এডওয়ার্ড স্নোডেনকে। তিনি কিছুদিন আগে  মিডিয়াতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন নজরদারি কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ ফাঁস করেন।

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্রণীত একটি আদালতের নথি অনুযায়ী,  এডওয়ার্ড স্নোডেন যিনি  মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির একজন সাবেক সদস্য তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ দায়ের করা হয়েছে।

মনে করা হয়, স্নোডেন হংকং-এ আত্মগোপন করে আছেন এবং  ১৪ জুন তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি চুরি,  অননুমোদিত ব্যক্তির নিকট জাতীয় প্রতিরক্ষা তথ্য পাচার ও ইচ্ছাকৃত অননুমোদিত যোগাযোগের জন্য অভিযোগ দায়ের করা হয়।

অপরাধ দুটি মার্কিন গুপ্তচরবৃত্তি আইনের আওতায় পড়ে এবং শাস্তিস্বরূপ জরিমানা ও ১০ বছরের জেল পর্যন্ত হতে পারে।

এখন সরকারের প্রথম পদক্ষেপ হতে পারে, স্নোডেনকে হংকং থেকে ফিরিয়ে আনা এবং তাকে মার্কিন আদালতে উপস্থিত করা।

যুক্তরাষ্ট্রের দ্যা ওয়াশিংটন পোস্ট শুক্রবার রিপোর্ট করেছে যে,  মার্কিন যুক্তরাষ্ট্র  একটি গ্রেফতারি পরওয়ানা জারি করে স্নোডেনকে আটক করার জন্য হংকং এর কাছে সহযোগিতার অনুরোধ জানায়।

কিন্তু, হংকং নিরাপত্তা ব্যুরো থেকে এই মন্তব্যটির জন্য কোন তাত্ক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply