মিতানূর আত্মহত্যা করেছেন, বললেন চিকিৎসক
ইউরোবিডি২৪নিউজঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল মাহমুদ সোমবার বিকালে সংবাদ মাধ্যমকে জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যা।”
সোমবার ভোরে রাজধানীর গুলশানে নিজের বাসার বসার ঘরে মিতা নূরের (৪২) ঝুলন্ত লাশ পায় পুলিশ।
সোহেল মাহমুদ বলেন, “আত্মহত্যাজনিত মৃত্যুর যতোগুলো লক্ষণ থাকে তার সবগুলোই মিতা নূরের দেহে পাওয়া গেছে।”
এছাড়া শরীরের বাইরে বা ভিতরে কোনো ধরনের জখমের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।
তবে এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখতে কিডনি, লিভার ও পাকস্থলীর অংশবিশেষ রাসায়নিক পরীক্ষার (ভিসেরা) জন্য রাখা হয়েছে বলে জানান এই চিকিৎসক।
দুদিন আগে এই দম্পতির কলহের বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়। পরে পুলিশের মধ্যস্ততায় গুলশান অ্যাভিনিউয়ের ১০৪ নম্বর রোডে লেকভ্যালি অ্যাপার্টমেন্টে নিজেদের বাড়িতে ফেরেন তারা।
সোমবার ভোর ৬টা ৪০ মিনিটে শাহনূর থানায় ফোন করেন। তার খবর পেয়ে এক অফিসারকে নিয়ে দ্রুত লেকভ্যালি অ্যাপার্টমেন্টে যান তিনি। সেখানে বসার ঘরেই একটি সিলিং ফ্যানের সঙ্গে মিতা নূরের গলায় ওড়না প্যাঁচানো লাশ পান তারা।
Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, বিনোদন, শীর্ষ সংবাদ