ইউরোপিয়ান ইউনিয়নের ওপর যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি বন্ধ করতে বললেন ওলাদ
ইউরোবিডি২৪নিউজঃ ইইউ (ইউরোপিয়ান ইউনিয়ন) এর কূটনৈতিক মিশনের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির রিপোর্ট প্রকাশিত হবার পর সোমবার ফরাসি প্রেসিডেন্ট ফ্রসোয়া ওলাদ মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান, অবিলম্বে, ইইউ এর কূটনৈতিক মিশনের ওপর গোপন মার্কিন নজরদারি বন্ধ করতে।
ফ্রান্সের পশ্চিমা শহর Lorient- পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের বলেন, “আমরা অংশীদারদের এবং জোটের মধ্যে এই ধরনের আচরণ গ্রহণ করতে পারবো না,” তিনি আরও বলেন, “আমরা অবিলম্বে এই আচরণ বন্ধ করতে বলছি।”
ওলাদ বলেন, “ইতোমধ্যে ওয়াশিংটন থেকে যথেষ্ট নথিপত্র আমাদের হাতে চলে এসেছে যা মার্কিন যুক্তরাষ্ট্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য যথেষ্ট।”
“মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সমস্ত আলোচনা ও লেনদেন ততক্ষন পর্যন্ত বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ফ্রান্সকে এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের সকল দেশকে নজরদারি বন্ধের গ্যারান্টি না দিচ্ছেন।” – বলে তিনি জানান সাংবাদিকদের।
তিনি আরও বলেন, “আমরা জানি, সন্ত্রাসবাদ মুকাবিলা করবার জন্য এ ধরণের নিরাপত্তা রাখা হয় কিন্তু আমাদের দূতাবাস কিংবা ইউরোপিয়ান ইউনিয়নে এই হুমকি আছে বলে আমি মনে করি না।”
বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি আলোচনা শুরু হবার কথা ছিল যা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
ফরাসি বৈদেশিক বাণিজ্য মন্ত্রী, Nicole Bricq- জানান, “আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া নতুন বাণিজ্য অঞ্চল আলোচনা ক্ষুন্ন হতে পারে।”
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ