• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

স্নোডেনের রাজনৈতিক আশ্রয়ের জন্য আহ্বান জানালো ফ্রান্সের রাজনৈতিক দলগুলো

| জুলাই 3, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির শ্বাসরুদ্ধকর তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনকে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় দেয়া উচিত বলে জানায় দেশটির বিভিন্ন প্রান্তের রাজনৈতিক গোষ্ঠীসমূহ।

ফরাসি রাজনৈতিক দলসমূহের নেতাগণ দাবী জানিয়েছেন যে,  মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনকে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় দেয়া হোক এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়াশিংটনের মধ্যকার মুক্ত বাণিজ্য অঞ্চল সন্ধি আলোচনা স্থগিত করা হোক।

ফ্রান্সের বামপন্থী দলের (Parti de Gauche) নেতা Jean-Luc Mélanchon রবিবার সংবাদমাধ্যমকে জানান, ইউরোপিয়ান যোগাযোগ মাধ্যমের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নজরদারির ব্যাপারটি হচ্ছে “দাম্ভিক” এবং “শ্বাসরুদ্ধকর”।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের ওপর নজরদারি করেছে সুতরাং মুক্ত বাণিজ্য অঞ্চল ভিত্তিক সন্ধি আলোচনার সবকিছু সম্পর্কে তারা আগে থেকেই সতর্ক ছিল।”

তিনি আরও যোগ করেন, “ যতক্ষণ পর্যন্ত না যুক্তরাষ্ট্র কোন প্রকার নিশ্চয়তা দিচ্ছে, আমাদের এ সন্ধি আলোচনা স্থগিত রাখা উচিৎ।”

তিনি বলেন, “এডওয়ার্ড স্নোডেনকে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় দেয়া উচিৎ যে এখন মস্কো এয়ারপোর্টের ট্রানজিটে ভ্রমণের কোন বৈধ কাগজ ছাড়া অবস্থান করছে এবং যাকে তাৎক্ষণিক রাজনৈতিক আশ্রয় দেবার জন্য কোন দেশ স্বাগত জানায়নি।”

সবশেষে তিনি বলেন, “এডওয়ার্ড স্নোডেন একটি অত্যন্ত ভালো কাজ করেছেন। তাকে ধন্যবাদ যে তিনি আমাদের জানিয়েছেন যে কেউ আমাদের অগোচরে আমাদের ওপর নজরদারি করছে। এটা কখনই গ্রহণযোগ্য নয় যে আমরা তাকে এ পৃথিবীতে ছন্নছাড়ার মত থাকতে দেব। সে আমাদের স্বাধীনতার রক্ষক।”

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply