• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সের গোপন নজরদারির জন্য সুবিশাল ইলেকট্রনিক নেটওয়ার্ক আছে!

| জুলাই 5, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সের শীর্ষস্থানীয় সংবাদপত্র “ লা মণ্ড” জানিয়েছে,  ফ্রেঞ্চ ইন্টেলিজেন্স এমন একটি নেটওয়ার্ক পরিচালনা করে যা একটি সুবিশাল নেটওয়ার্ক এবং  ইমেইল, এসএমএস, টেলিফোন কল এমনকি ফেসবুক ও টুইটারের পোস্ট সহ এমন অনেক কিছু থেকেই তথ্য সংগ্রহ করেন তারা।

একটি নেতৃস্থানীয় ফরাসি সংবাদপত্র বলেছে,  ফ্রান্স গোয়েন্দা সংস্থাটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে ইলেকট্রনিক গোপন নজরদারির একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে।

কোন সূত্র উদ্ধৃত না করে,  লা মন্ড পত্রিকাটি জানায়, ফ্রান্সের বৈদেশিক গোয়েন্দা সংস্থার Generale de la Securite Exterieure ধারাক্রমে ফ্রান্সে পরিচালিত সকল ইলেকট্রনিক কম্পিউটার এবং টেলিফোন দ্বারা প্রেরিত তথ্য এবং  সেইসাথে ফ্রান্স ও বিদেশের মধ্যে যোগাযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

লা মন্ডের মতে,  “সব ইমেইল, এসএমএস, টেলিফোন কল, ফেসবুক ও টুইটার পোস্ট” সংক্রান্ত তথ্য প্যারিসের DGSE- এর সদর দপ্তরে একটি বৃহদায়তন তিন তলা ভূগর্ভস্থ স্থানে সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। পত্রিকাটি আরও বলে, এটি হল কমিউনিকেশন মেটাডাটা। উদাহরণস্বরূপ, যখন কেউ একজন কল করছে বা ইমেইল করছে, কে করছে এবং কখন করছে সেই তথ্যটি সংগৃহীত হয় কিন্তু তার বিষয়বস্তু নজরদারির আওতায় পড়ে না।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply