এডওয়ার্ড স্নোডেনের আশ্রয় প্রার্থনা প্রত্যাখ্যান করলো ফ্রান্স!
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির গোপন নজরদারির শ্বাসরুদ্ধকর তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনের আশ্রয় প্রার্থনা প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। স্নোডেন যুক্তরাষ্ট্রের এই তথ্য ফাঁস করবার পর থেকে পলাতক এবং এরপর সে ২১ টি দেশে তার আশ্রয়ের প্রার্থনা জানিয়েছে।
কিন্তু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এডওয়ার্ড স্নোডেনকে আশ্রয় দেয়ার ব্যাপারটি প্রত্যাখ্যান করেছে ফ্রান্স।
অন্যান্য দেশের মত ফ্রান্সও মস্কোতে অবস্থিত ফ্রান্স দূতাবাসের মাধ্যমে এডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে তার আশ্রয়ের আবেদনটি পায় কিন্তু আইনি পর্যবেক্ষণ এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ফ্রান্স সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এ আবেদন প্রত্যাখ্যান করেছে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এডওয়ার্ড স্নোডেন এনএসএ এর তথ্য ফাঁস করবার পর ২১টি দেশে আশ্রয় চেয়েছেন।
ফ্রান্সের এডওয়ার্ড স্নোডেনের আশ্রয় প্রার্থনা বাতিল করার অন্যতম কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের ইইউ প্রতিনিধিদের ওপর গোপন নজরদারির ব্যাপারে তাদের অবস্থান সম্পর্কে আলোচনার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতগণ ব্রাসেলসে মিলিত হন এবং সেখানে জার্মান জোর দিয়ে জানায়, বিশাল ইইউ- যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিটি যেকোনো কিছুর চেয়ে বেশি অগ্রাধিকার পাবে কেননা ইউরোপিয়ান ইউনিয়নের ঋণগ্রস্ত সংকটাপন্ন অবস্থা থেকে মুক্তির জন্য এই চুক্তিটি অন্যতম ভুমিকা রাখবে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ