সিভি (জীবন বৃত্তান্ত) বিশ্লেষণে নতুন তথ্য- স্নোডেন হ্যাকিংয়ে পারদর্শী
ইউরোবিডি আন্তর্জাতিক মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনের হ্যাকিং বিষয়ে পারদর্শিতা আছে বলে মনে করা হচ্ছে। তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা বলেছেন, তিনি যে ধরনের প্রশিক্ষণ নিয়েছেন সেটি হ্যাকিং শেখার সহায়ক হয়ে থাকতে পারে। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) ঠিকাদার হিসেবে কাজ করার সময় তিনি অত্যন্ত গোপনীয় তথ্যের সংস্পর্শে আসেন, যার কথা তিনি গত মাসে ফাঁস করে দিয়ে আলোড়ন তোলেন।
স্নোডেনের সিভিতে (জীবন বৃত্তান্ত) যেসব দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে তা থেকে স্পষ্ট বোঝা যায়, এনএসএর অতি গোপন তথ্য সংগোপনে হাতিয়ে নেয়ার পরও ধরা না খাওয়ার মতো দক্ষতা তাঁর ছিল। স্নোডেনের সিভি অবশ্য সর্বসমক্ষে প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা সিভিতে উল্লেখিত দক্ষতার তালিকাটি পরবর্তী সময়ে তৈরি করে এটি বিশ্লেষণ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন ফেডারেল কর্মকর্তারা অবশ্য এতদিন তাঁকে ‘সিস্টেমস এ্যাডমিনিস্ট্রেটর’ হিসেবে উল্লেখ করে আসছিলেন। যা সাধারণভাবে একজন কম্পিউটার সিস্টেম এ্যানালিস্ট বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তবে তাঁর সিভির তথ্যাবলী বিশ্লেষণ করে স্নোডেনের হ্যাকিং দক্ষতার বিষয়টি এখন সামনে এল। এ থেকে জানা যায় স্নোডেন ক্রমাম্বয়ে নিজেকে সাইবার সিকিউরিটি এক্সপার্টের স্তরে উন্নীত করেছিলেন। এনএসএ এ ধরনের দক্ষতাসম্পন্ন কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়োগ দেয়ার জন্য উদ্গ্রীব ছিল। বিশ্লেষকদের মতে, স্নোডেনের নতুন দক্ষতার খবর প্রকাশ পাওয়া গোয়েন্দা সংস্থাটির জন্য নতুন করে বিব্রতকর অবস্থা তৈরি করতে পারে। সেন্টার পল স্ট্র্যাটেজিক এ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষক জেমস এ লুইস বলছেন, ‘তিনি (স্নোডেন) যদি বিদেশের জন্য মার্কিন সরকারের আড়িপাতার নেটওয়ার্কে কাজ করে থাকেন, তবে তিনি তাঁর জন্য তথ্য সংগ্রহের এক বিশাল ক্ষেত্র উম্মুক্ত ছিল। তিনি অবশ্যই সেখানে কাজ করতে গিয়ে বিশাল পরিমাণ তথ্যের সংস্পর্শে এসেছিলেন। হ্যাকার হিসেবে তিনি তথ্য সংরক্ষণ ভা-ারে ঢুকে থাকবেন।
স্নোডেন বর্তমানে মস্কোর একটি এয়ারপোর্টে আটকা পড়ে আছেন। কোন দেশ যদি তাঁকে আশ্রয় দিতে রাজি হয় তবে তিনি মস্কো ত্যাগ করতে পারবেন। তিনি এর আগে বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর গোপনে আড়িপাতার গতিপ্রকৃতি সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করার জন্যই তিনি এ বিষয়ে মুখ খুলেছিলেন। এ বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের হাইওয়াই অঙ্গরাজ্যের এনএসএর একটি দফতরে ইন্সফ্রাস্ট্রাকচার এ্যানালিস্ট হিসেবে স্নোডেন কাজে যোগ দিয়েছিলেন।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ