নিকারাগুয়া ও ভেনিজুয়েলা স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন
ইউরোবিডি আন্তর্জাতিক: মার্কিন সরকারের ফোন ও অনলাইনে নজরদারির তথ্য ফাঁস করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী সাবেক সিআইএ কর্মী এডোয়ার্ড স্নোডেনকে নিকারাগুয়া ও ভেনিজুয়েলায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে।
নিকারাগুয়া ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি অনলাইন।
ভেনিজুয়েলার স্বাধীনতা দিবস উপলক্ষে এ ভাষণে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেন, রাশিয়ার মস্কো বিমানবন্দরের ট্রানজিট জোনে অবস্থানরত স্নোডেনকে তার দেশে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে।
অন্যদিকে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়ের ওর্তেগা বলেছেন, ‘পরিস্থিতি অনুকূলে থাকলে’ তারাও স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের গোপন নথি ফাঁস করে বিশ্বে হৈচৈ ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিকস জানিয়েছে, শুক্রবার স্নোডেন নতুন করে আরও ছয়টি দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন।
তবে এসব দেশে মার্কিন সরকার ‘নাক গলানোর চেষ্টা’ করতে পারে- এমন আশঙ্কায় দেশগুলোর নাম জানায়নি উইকিলিকস।
এর আগে স্নোডেন বিশ্বের ২১টি দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন। তবে বেশির ভাগ দেশই তার আবেদন ফিরিয়ে দেয়।
প্রসঙ্গত, প্রতিদিন সারা পৃথিবী জুড়ে লাখ লাখ ফোন, ইমেইল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে বার্তা বিনিময় হচ্ছে তার ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নজর রাখছিল বলে সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের কাছে তথ্য ফাঁস করে দেন এডোয়ার্ড স্নোডেন।
যুক্তরাষ্ট্র স্নোডেনের বিরুদ্ধে এরইমধ্যে গুপ্তচরবৃত্তি আর চুরির অভিযোগ এনেছে। এ দুটি অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছর করে কারাদণ্ড হতে পারে।
এই অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রত্যার্পন এড়াতে বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন স্নোডেন। সর্বশেষ তিনি হংকং থেকে মস্কো যান। এখন তিনি মস্কো বিমানবন্দরের ট্রানজিট জোনে অবস্থান করছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ