পুঁজিপতি Tapie- এর সম্পত্তি বাজেয়াপ্ত করলো ফরাসি আদালত!
ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি তদন্তকারীরা ফরাসি ব্যবসায়ী ও পুঁজিপতি Bernard Tapie- এর সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন বলে বুধবার জানায় বিচার বিভাগীয় সূত্র। আইএমএফ প্রধান Christine Lagarde- এর সাথে মিলিতভাবে 400 মিলিয়ন ইউরো পরিশোধের ব্যাপারে জালিয়াতির সন্দেহ করা হচ্ছে তাকে।
Bernard Tapie- একজন সাবেক গায়ক এবং তারপর তিনি সমাজতান্ত্রিক মন্ত্রী ছিলেন। ১৯৮০ সালে তিনি Marseille football club- এর মালিক হন। এরপর ম্যাচ ফিক্সিং এর অপরাধে তিনি একবছরের কারাদণ্ড ভোগ করার পর একজন টিভি তারকা হিসেবে সফলভাবে তিনি কর্মজীবনে ফিরে আসেন।
তার সমাজতান্ত্রিক শিকড় থাকা সত্ত্বেও, ২০০৭ সালে প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির প্রচারাভিযানের সময় তাকে একজন চরম সমর্থক হিসাবে দেখা যায়।
Tapie-২০০৮ সালে প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির অধীনে থাকা ফ্রান্সের অর্থমন্ত্রী Christine Lagarde- এর সাথে মিলিতভাবে ৪০০ মিলিয়ন ইউরো ( ৫২৫ মিলিয়ন ইউএস ডলার) রাষ্ট্রকে পরিশোধ করার ব্যাপারে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হন।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ