নতুন বিলের অধীনে, ফরাসি এমপিগণ মেয়র হতে পারবেন না
ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি জাতীয় সংসদে গতকাল সংসদ সদস্যদের একযোগে একাধিক নির্বাচিত পদে অধিষ্ঠিত হবার চর্চা নিষিদ্ধ করার একটি নতুন আইন করার জন্য ভোটদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্যগণ এই মুহূর্তে তাদের যেকোনো সংখ্যক রাজনৈতিক অবস্থান রাখতে পারবেন কিন্তু ২০১৭ সালের নির্বাচনের পূর্বেই এই আইনটি কার্যকর করা হবে।
ফরাসি সংসদ সদস্য বা সেনেটরদের মধ্যে শতকরা ৬০ শতাংশের বর্তমানে অন্যান্য নির্বাচিত অবস্থান আছে এবং একই সাথে তারা অনেক বড় বড় এলাকা ও শহরের মেয়র পদে বহাল আছেন।
একটি জরিপে দেখা গেছে, অধিকাংশ ফরাসি মানুষের প্রশ্ন যে, সংসদ সদস্যগণ, মেয়র বা এরকম অন্যান্য পদে বহাল থাকাকালীন তাদের সংসদ সদস্য পদ কার্যকর থাকবে কিনা।
এই আইন সংস্কারটি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদের নির্বাচনী প্রচারনার একটি প্রতিশ্রুতি ছিল।
ওলাদের সমাজতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য সহ অনেক সংসদ সদস্যই প্রথমে এই সংস্কারের বিরুদ্ধে ছিলেন কিন্তু আইনটির বাস্তবায়নের সময় পিছিয়ে দেবার পর তারা এই সংস্কারের ব্যাপারে একমত হন।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ