• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

টিভিতে রনিকে বর্জনের আহবান সিনিয়র সম্প্রচার সাংবাদিকদের

| জুলাই 21, 2013 | 0 Comments
দেশের খবর: পেশাগত দায়িত্ব পালনের সময় সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও তার সহযোগীদের হাতে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সিনিয়র সম্প্রচার সাংবাদিকরা।
একই সঙ্গে ওই ঘটনার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংসদ রনিকে কোনো টেলিভিশনের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোরও আহ্বান জানান তারা।
এক যৌথ বিবৃতিতে এসব কথা জানান সম্প্রচার সাংবাদিকরা।
বিবৃতিদাতারা হলেন, মনজুরুল আহসান বুলবুল (বৈশাখী টেলিভিশন), খালেদ মুহিউদ্দিন (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন), খায়রুল আনোয়ার (এনটিভি), সৈয়দ ইশতিয়াক রেজা (চ্যানেল ৭১), মোস্তফা ফিরোজ ( বাংলাভিশন), ইব্রাহিম আজাদ (একুশে টেলিভিশন), সুকান্ত গুপ্ত অলক(দেশ টিভি), সাইফুল আমিন ( চ্যানেল আই), জ ই মামুন (এটিএন বাংলা), মুন্নী সাহা (এটিএন নিউজ ), রেজোয়ানুল হক রাজা (মাছরাঙা), শরীফুল ইসলাম (এসএ টিভি), লুৎফর রহমান ( আরটিভি), মেসবাহ আহমেদ (গাজী টিভি), সোহেল মাহমুদ (মোহনা টিভি) এবং মাহমুদ আল ফয়সাল (মাই টিভি)।
তারা বিবৃতিতে বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিকরা যেভাবে নিগৃহীত ও নির্যাতিত হয়েছেন তা ন্যাক্কারজনক ও নিন্দনীয়।”
বিবৃতিতে বলা হয়, “দেশের নীতি নির্ধারকরা যখন সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেন তখন সরকারি দলের একজন সাংসদের এই আচরণ তাদের সেই সদিচ্ছাকেই প্রশ্নবিদ্ধ করে। এই ঘটনায় এরই মধ্যেই ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।”
আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত এই ঘটনার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বেসরকারি টেলিভিশন স্টেশন ইন্ডিপেনডেন্টের দুই সাংবাদিক শনিবার সংবাদ সংগ্রহ করতে রনির মেহেরবা প্লাজার অফিসে যান। এসময় রনির নেতৃত্বে তাদের পেটানো হয়। এ ঘটনায় শনিবার রাতেই রনির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে।
শনিবার গভীর রাতে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন রনি। তিনি ইন্ডিপেনডেন্ট টিভির মামলায় আদালতে হাজির হয়ে জামিন নেন রোববার।

Category: 1stpage, দেশের খবর, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply