• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিসে বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

| জুলাই 30, 2013 | 0 Comments

  আবু তাহির,প্যারিসঃ প্রবাসীদের কষ্টার্জিত অর্থের উপর দাড়িয়ে আছে আমাদের মাতৃভুমি বাংলাদেশ।তবে রেমিটেন্সগোল অনেক সময় শিক্ষা,স্বাষ্হ্য খাতে কম ব্যবহার হচ্ছে।আমাদের ব্যাংকে টাকা জমা রাখার প্রবনতাই বেশী লক্ষ্য করা যায়।ব্যবসা বানিজ্যের প্রতি আগ্রহ বাড়িয়ে নিজের অবস্থান কে আরো উন্নত করা এখন সময়ের দাবী।ইউরোপের প্রাণ প্যারিসে বাংলাদেশী কমিউনিটির শক্ত অবস্থান পৃথিবীর বুকে বাংলাদেশকে অনেক সামনে এগোতে যথেষ্ট সহায়তা করছে এবং করবে আশাকরে মিনিষ্ট্রি অব পাবলিক এডমিনিষ্টেশনের সিনিয়র এসিষ্টেন্ট সেক্রেটারী এম এ ওদুদ চৌধুরী প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করে বলেন প্রবাসে ঐক্যবদ্ধ থাকার একটা শক্ত রুপরেখা হতে পারে আন্চলিক কমিঠি তবে এ যেন কোন বিবাদের অংশ না হয় সেদিকে খেয়াল রাখা দরকার।প্যারিসে বাংলাদেশীদের অতিথি প্রেমে আকৃষ্ট হয়ে তিনি বলেন আগামী দিনে ইংল্যান্ডের মত প্যারিস ও বাংলাদেশের সামাজিক,রাজনৈতিক,সাংস্কৃতীক সকল কর্মকান্ডে গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে।তিনি বিশ্বনাথ এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ ও প্যারিসের সকল বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা প্রদান করেন। সভায় সভাপতির বক্তব্যে মফিজ আলী সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা প্রদান করেন।  গত ২৮ জুলাই প্যারিসের ক্যাফে বাংলা রেষ্টুরেন্টে বিশ্বনাথ এসোসিয়েশনের সভাপতি মফিজ আলীর সভাপতিত্বে সাধারন সম্পাদক মনোয়ার হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কানু মিয়া,বিশ্বনাথ এসোসিয়েশনের উপদেষ্টা দিলোয়ার হোসেন কয়েছ,বিশেষ অতিথির আসন গ্রহন করেন বেলজিয়াম বিএনপির সভাপতি সানোয়ার আলী সিদ্দীকি,ফ্রান্স বিএনপির আহবায়ক সৈয়দ সাইফুর রহমান,ফ্রান্স আওয়ামিলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম,বেলজিয়াম বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তসু মিয়া,ফ্রান্স আওয়ামিলীগ নেতা এম এ কাশেম,ফ্রান্স বিএনপি নেতা সিরাজ উদ্দীন সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতীক সংগঠনের নেতৃবৃন্দ ও প্যারিসের বাংলামিডিয়ার সাংবাদিক বৃন্দ।  আলোচনা পর্বের শেষে রয়েল কাফে ও কাফে বাংলা রেষ্টুরেন্টে ইফতার আয়োজন করা হয়।দেশ ও জাতির উন্নতি ও বিশ্বনাথ এসোসিয়েশনের সফল অগ্র‍যাত্রার লক্ষ্যে মোনাজাত করা হয়।

Category: Community France, Community news 1st page, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply