• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান

| আগস্ট 6, 2013 | 0 Comments

দেশের খবর: ঈদুল ফিতরের নামাজে জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে কোন দিন ঈদ হবে। তবে সম্ভাব্য দিন হিসেবে শুক্রবারকে ধরে ঈদের প্রস্তুতি নিচ্ছে পুরোদেশ। ঈদে ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায় নির্বিঘ্ন করতে ইতিমধ্যে সাজানো হয়েছে ঈদগাহ ময়দান। থাকছে কঠোর নিরাপত্তা বলয়।

গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, মাঠে সামিয়ানা টানানোর কাজ শেষ হয়েছে। উঁচু-নিচু জায়গা বালু দিয়ে ভরাট করা হয়েছে। বিকেল থেকে বিছানো হয়েছে উন্নতমানের ম্যাটস, কার্পেট ও সাদা কাপড়। বৃষ্টি প্রতিরোধের জন্য সোমবার রাতেই পুরো মাঠ ওয়াটারপ্রুভ চাদর দিয়ে ঢাকা হয়েছে।

প্রায় ২ লাখ ৫৯ হাজার বর্গফুট আয়তন বিশিষ্ট জাতীয় ঈদগাহ ময়দানটি প্রস্তুত করতে নিয়োজিত রয়েছে ১৫০ জন শ্রমিক। প্রথম রমজান থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করেছেন ঈদগাহ ময়দান প্রস্তুত করতে। আর কাজ করতে পেরে বেশ আনন্দিত শ্রমিকরা। সার্বিক বিষয়গুলো দেখাশুনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঈদগাহ ময়দান জুড়ে সার্বিক নিরাপত্তায় রয়েছে র্যাব-পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের কঠোর নজরদারি।

ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) প্রশাসক মো. নজমুল ইসলাম ইত্তেফাককে বলেন, জাতীয় ঈদগাহে একসঙ্গে ১ লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের নামাজ আদায়ের জন্য সব সুযোগ-সুবিধা ইতিমধ্যেই নিশ্চিত করার কাজ প্রায় শেষ। বুধবারের মধ্যে ঈদগাহ মাঠের পুরো প্রস্তুতি শেষ হবে।

ঈদগাহ ময়দানের পর্যাপ্ত নিরাপত্তা দিতে র্যাব ও পুলিশের পাশাপাশি থাকবে ডগস্কয়ার্ডও। তাছাড়া সাদা পোশাকে র্যাব ও পুলিশের গোয়েন্দা দলও নিয়োজিত থাকবে। মাঠের চারদিকে গুরুত্বপূর্ণ স্থানে ৫০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে।

ঈদগাহ ময়দান প্রস্তুতিতে ঠিকাদারি শ্রতিষ্ঠান মেসার্স পিয়ারো সর্দার অ্যান্ড সন্সের ম্যানেজার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বৃষ্টি থেকে রক্ষা পেতে ইতিমধ্যেই দুই লাখ ৫৭ হাজার ২০৭ বর্গফুট বৃষ্টি শ্রতিরোধক ত্রিপল-সামিয়ানা ঈদগাহের আকাশ জুড়ে সাঁটানো হয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে ৪৭০টি সিলিং ফ্যান, ৪৬৪টি বাতি, ৬০টি সিকিউরিটি লাইট লাগানো হবে। ঈদগাহ মাঠের পূর্বপাশে থাকবে পানি ও অজুখানার ব্যবস্থা। অজুখানায় একসঙ্গে ১৬০ জন নারী ও পুরুষ মুসল্লি অজু করতে পারবেন। তবে, ভিআইপি মুসল্লিদের জন্য ১টি টয়লেটের ব্যবস্থা থাকলেও সাধারণ মুসল্লিদের জন্য কোনো টয়লেটের ব্যবস্থা নেই। তারা পূর্ত ভবনের টয়লেটগুলো ব্যবহার করতে পারবেন।

নারীদের ঈদের নামাজ আদায়ের জন্য পর্দা দিয়ে আলাদা ব্যবস্থা করা হবে। কূটনৈতিক মিশনের সদস্য ও তাদের স্ত্রীদের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে।

ডিসিসি সূত্র জানায়, জাতীয় ঈদগাহসহ ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ) অঞ্চলে মোট ২২৬টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

Category: 1stpage, দেশের খবর, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply