• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আমেরিকায় নাফিসের দণ্ড; ৩ পথ অনুসরণে মিলতে পারে মওকুফ

| আগস্ট 10, 2013 | 0 Comments

 ইউরোবিডি:  সংবাদআমেরিকায় বোমা হামলার পরিকল্পনায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি যুবক কাজী রেজওয়ানুল আহসান নাফিসের দণ্ড মওকুফের সুযোগ রয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, নাফিসের সামনে এখন তিনটি পথ খোলা। প্রথমত, নাফিস যদি মনে করেন দণ্ড প্রদানের সময় ফেডারেল গাইডলাইন যথাযথ অনুসরণ করা হয়নি, সে ক্ষেত্রে তিনি দণ্ড কমানোর জন্য উচ্চ আদালতে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, নাসিফের ব্যাপারে অনুকম্পা দেখানোর জন্য বাংলাদেশ সরকার মার্কিন সরকারের সঙ্গে কূটনৈতিক আলাপে যেতে পারে। তৃতীয়ত, ইতিবাচক আচরণের কারণে চূড়ান্ত পর্যায়ে নাফিসের কারাবাসের সময় ১০ থেকে ১৫ শতাংশ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ ধরনের স্পর্শকাতর মামলায় কারাবাসের মেয়াদ সহজে কমে না বলে জানিয়েছেন মঈন চৌধুরী।

৩০ দিনের মধ্যে দণ্ড কমানোর জন্য আপিলের সুযোগ রয়েছে নাফিসের। গতকাল ব্রুকলিনের ফেডারেল আদালত রেজওয়ানুল আহসান নাফিসের বিরুদ্ধে ৩০ বছরের কারাদণ্ডের আদেশ দেয়। ২২ বছর বয়সী নাফিসের বিরুদ্ধে অভিযোগ- তিনি নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। বলা হয়েছে, মার্কিন গোয়েন্দাদের পাতা ফাঁদে নাফিস তাঁর পরিকল্পনা বাস্তবায়নেরও উদ্যোগ নেন। সন্ত্রাসী পরিকল্পনার অভিযোগে বিচারের একপর্যায়ে আদালতে তিনি অপরাধ স্বীকার করেন।

নাফিস বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আইনজীবী নিয়োগ দেওয়া হয়নি। দণ্ড কমানোর দাবি জানিয়ে নাফিস উচ্চ অদালতে যাবেন কি না, তাও জানা যায়নি। তবে সে সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মঈন চৌধুরী।

Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply