• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

জার্মানির মিচলে ৩ বছরে কোমর সরু করলেন ৯ ইঞ্চি!

| আগস্ট 14, 2013 | 0 Comments

লাইফ স্টাইল: নিজেকে ফিট রাখতে সবাই কম-বেশি চেষ্টা করেন। মেয়েদের অনেকেই চান জিরো ফিগার। জিরো ফিগার ধরে রাখতে সরু কোমর মেয়েদের পছন্দ। এজন্য খাদ্যাভ্যাস বদলিয়ে, ব্যায়াম করে কোমর পাতলা করার চেষ্টাও করেন অনেকে। তবে কোমর কতটা সরু করা যায় সেটাই দেখালেন মিচলে কোবকে।

 জার্মানির বার্লিন শহরের মেয়ে মিচলে কোবকে এক ধরনের আট সাট পোশাক তিন বছর পড়ে কোমর ২৫ ইঞ্চি (৬৪ সেমি) হতে ১৬ (৪০ সেমি) ইঞ্চিতে নামিয়ে এনেছেন! মিচলে বিশ্ব রেকর্ডধারী যুক্তরাষ্ট্রের ক্যাথি জং এর রেকর্ড ভাঙ্গতে চাইছেন।

উল্লেখ্য, ক্যাথি ১৫ ইঞ্চি (৩৮ সেমি) কোমর নিয়ে সরু কোমরের রেকর্ড গড়ে রেখেছেন। কোচকে বলেন, কোমর সরু মেয়েদেরকে আকর্ষণীয় করে তোলে।

তবে এতটা চিকন কোমর যে জীবনের জন্যও হুমকি সেটা জানিয়েছেন চিকিৎসকরা। তারা জানান, কোমর সরু করতে গিয়ে মিচলে কোবকে স্বাভাবিক খাবার খেতে পারছেন না। তার পাকস্থলী কুচকে গেছে। ফলে খাবার ধরে রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। আগামী দিন গুলোতে মিচলের ভয়ানক স্বাস্থ্যগত পরিণাম অপেক্ষা করছে।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, লাইফ স্টাইল

About the Author ()

Leave a Reply