শব্দের চেয়েও দ্রুত গতিতে চলবে হাইপার লুপ
তথ্যপ্রযুক্তি: মার্কিন যুক্তরাষ্টে এমনই এক যান আসতে যাচ্ছে যা শব্দের বেগের চেয়েও দ্রুতগতিতে চলবে। যানটির পোশাকি নাম হাইপার লুপ।
আধুনিক সভ্যতার সবচেয়ে সেরা যান এটিই বলে আলোচনা চলছে।
আমেরিকার লস এঞ্জেলস থেকে সানফ্রানসিসকোতে হাইপার লুপ সবার আগে চালু হওয়ার কথা। মাটির তলা দিয়ে সুড়ঙ্গের মধ্যে একটা বড় টিউবের মাধ্যমে যাবে এই যান।
সৌরশক্তিতে চলবে বলে ভাড়াও বেশ সস্তা হবে। প্রথমেই অবশ্য শব্দের চেয়ে দ্রুত যাবে না হাইপার লুপ। প্রথম পর্যায়ে হাইপার লুপ যাবে ৬৫০ কিলোমিটার মাত্র ৩০ মিনিটে।
উল্লেখ্য, যাত্রী সুরক্ষার সম্পূর্ণ গ্যারান্টি দেওয়ার পর এক বেসরকারি কোম্পানি কাজও শুরু করে দিচ্ছে।
Category: 1stpage, তথ্যপ্রযুক্তি, শীর্ষ সংবাদ