• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রাশিয়ার দূরপ্রাচ্যে বন্যার ফলে অঞ্চলের কৃষিক্ষেত্রের ক্ষতির পরিমাণ ২৪ কোটি ডলার

| আগস্ট 23, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ার দূরপ্রাচ্যে বন্যার দরুণ অঞ্চলের কৃষিক্ষেত্রের ক্ষতির পরিমাণ, প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৮০০ কোটি রুবল (২৪ কোটি ডলারের উপর),

 শুক্রবার জানানো হয়েছে রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ে. ৫ লক্ষ ৭৫ হাজার হেক্টর জমিতে বোনা বীজ নষ্ট হয়েছে. প্রসঙ্গত, বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, আমুর নদীর জলের মান, যে নদীতে বন্যা আসায় অঞ্চলে বিপর্যয় দেখা দিয়েছে, আরও বাড়বে. আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের গোড়ায় তা পৌঁছোবে ৮৩০ সেন্টিমিটারে. বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ হাজার জন. আগামী কয়েক দিনে অঞ্চলে ভীষণ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে.

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply