• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মধ্যপ্রাচ্যে গোপন গোয়েন্দা কেন্দ্র পরিচালনা করছে ব্রিটেন: স্নোডেন

| আগস্ট 23, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে গোপন গোয়েন্দা কেন্দ্র পরিচালনা করছে ব্রিটেন। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া তথ্যে এ কথা উল্লেখ করা হয়েছে বলে দৈনিকটি জানিয়েছে।

ইন্ডিপেনডেন্টের রিপোর্টে বলা হয়েছে-আমেরিকা ও পশ্চিমা কোনো কোনো গোয়েন্দা সংস্থার জন্য মধ্যপ্রাচ্যের ওই কেন্দ্রের মাধ্যমে আড়িপাতার কাজে নিয়োজিত রয়েছে ব্রিটেন। এ গোয়েন্দা কেন্দ্রের মাধ্যমে ইমেইল, টেলিফোন এবং ইন্টারনেটে ব্যাপক আড়িপাতা হয়। অবশ্য, ব্রিটেনের এ গোয়েন্দা কেন্দ্রটি মধ্যপ্রাচ্যের কোথায় অবস্থিত তা জানায়টি দৈনিকটি।

ফাঁস হয়ে যাওয়া নথিপত্র থেকে  জানা গেছে,পানির তল দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবল থেকে তথ্য হাতিয়ে নেয়া হয়। পরে এগুলোকে ব্রিটেনের গভর্নমেন্ট কম্যুনিকেশনস হেডকোয়ার্টারস (জিসিএইচকিউ) নামের আড়িপাতা কেন্দ্রে হস্তান্তর করা হয়। মধ্যপ্রাচ্য থেকে সংগৃহীত এ সব তথ্য পরে আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ)কাছে হস্তান্তর করে জিসিএইচকিউ।

ব্রিটিশ সরকার দাবি করে থাকে, তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো মধ্যপ্রাচ্যের ওই গোপন গোয়েন্দা কেন্দ্র। এ ছাড়া, সম্ভাব্য হামলার কথিত আগাম হুঁশিয়ারি এ কেন্দ্রের মাধ্যমে পাওয়ার দাবি করে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ সরকার দেড়শ’ কোটি ডলারের ‘টেমপোরা’ নামের গোপন যে ইলেক্ট্রনিক অভিযান পরিচালনা করছে ‘মধ্যপ্রাচ্য গোয়েন্দা কেন্দ্র’  তারই অংশ।

টেমপোরার অভিযানের অংশ হিসেবে বিশ্বজুড়ে টেলিফোন সংলাপ, ইমেইলে পাঠানো বার্তা, ফেসবুকে দেয়া তথ্যাদি এবং ইন্টারনেটের ব্যক্তিগত ইতিহাস ধারণ করা হয়।

গত জুনে জিসিএইচকিউ’র টেমপোরা প্রকল্পের বিষয়টি প্রথম ফাঁস করে দেন স্নোডেন।#

 

Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply