• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বলিউড অভিনেতা ওম পুরি জামিনে মুক্ত

| সেপ্টেম্বর 2, 2013 | 0 Comments

ওম পুরি ও তার স্ত্রী নন্দিতা

ইউরোবিডি২৪নিউজঃ স্ত্রী নন্দিতাকে মারপিটের অভিযোগে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত বলিউডের প্রখ্যাত অভিনেতা ওম পুরি (৬২) গ্রেপ্তার হয়েছিলেন শনিবার। পরে জামিনে মুক্তি পান তিনি। মুম্বই-এর ভারসোভা থানার সিনিয়র ইন্সপেক্টর হরিশচন্দ্র পারমালে জানান, পুলিশের কাছে আত্মসমর্পণের পর গ্রেপ্তার করা হয় তাঁকে। পরে ১০ হাজার রুপির মুচলেকায় জামিন মঞ্জুর করা হয় তাঁর।

নন্দিতা’র অভিযোগে প্রকাশ, গত ২২শে আগস্ট তাঁদের মুম্বাই উপকণ্ঠের বাড়িতে ওম পুরি একটা কাঠের লাঠি দিয়ে পিটিয়েছেন তাঁকে। পারমালে জানান, ভারতীয় দণ্ডবিধির ধারা ৩২৪ (বিপজ্জনক পদ্ধতিতে আহত করা), ৫০৪ (শান্তিভঙ্গের মতলবে ইচ্ছাকৃত অপমান) ও ৫০৬ (অপরাধমূলক ভীতিপ্রদর্শন) অনুযায়ী মামলা হয়েছে ওম পুরি’র বিরুদ্ধে। সূত্র জানায়, শনিবার রাতে তাঁর বিদেশে যাওয়ার ফ্লাইট ছিল। মামলার বিবরণে প্রকাশ, ভারসোভা এলাকায় অবস্থিত তাঁদের ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ নিয়ে বাক্‌বিতণ্ডা হয় পুরি ও তাঁর স্ত্রীর মধ্যে। এক পর্যায়ে স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করেন পুরি। স্ত্রী নন্দিতা ওই দিনই মামলা করেন থানায়। দিনের প্রথম দিকে সেশন কোর্টে পুরি’র দায়েরকৃত আগাম জামিনের আবেদন খারিজ হয়। কোর্টে তাঁর আইনজীবী নীতিন প্রধান জানান, ওই আবেদন প্রত্যাহার করতে চান পুরি। এর আগে কোর্টে পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য অপরাধে মামলা হয়েছে। তখন আইনজীবী প্রধান বলেন, পুরিকে গ্রেপ্তার করা হলে জামিনের জন্য পুলিশের কাছে যাবেন তাঁরা।

সাংবাদিক নন্দিতা’র সঙ্গে ওম পুরি’র পরিচয় ১৯৯৩ সালে। দু’জনের বিয়ে হয় এর কয়েক বছর পর। ২০০৯ সালের দিকে সম্পর্কের অবনতি ঘটে পুরি দম্পতির।

Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ, বিনোদন

About the Author ()

Leave a Reply