‘হামলার জন্য কোনো প্রস্তাব পাস হতে দেবে না রাশিয়া’
ইউরো সংবাদ: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো ধরনের প্রস্তাব পাস হতে দেবে না রাশিয়া।
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ (শুক্রবার) এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “সিরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে আমাদের বিরোধিতা রয়েছে এবং সে কারণে সামরিক হামলার জন্য কোনো ধরনের প্রস্তাবকে আমরা সমর্থন করব না।” গাতিলভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইতার-তাস এ খবর দিয়েছে।
সামরিক আগ্রাসন চালানোর জন্য গত বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে ব্রিটেন একটি প্রস্তাব তোলে। কিন্তু চীন ও রাশিয়ার দূতদের ওয়াকআউটের কারণে সে প্রস্তাব পাস হতে পারেনি। এরপর গতকাল আবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য বৈঠকে বসে তবে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে।
Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ