চুক্তি না থাকায় রাশিয়া স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করছে না: পুতিন
আন্তর্জাতিক: রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অপরাধীকে হস্তান্তর করা সংক্রান্ত চুক্তি না থাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং গোপন তথ্য ফাঁসকারী অ্যাডওয়ার্ড স্নোডেনকে ওয়াশিংটনের কাছে হস্তান্তর করছে না রাশিয়া।
সেন্ট-পিটার্সবুর্গে আসন্ন জি-২০ সম্মেলন উপলক্ষ্যে বার্তাসংস্থা এপি ও রাশিয়ার চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মার্কিন প্রশাসন স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দিতে যে অনুরোধ জানাচ্ছি তাকে নিতান্তই যুক্তিযুক্ত কারণ বলে উল্লেখ করে পুতিন বলেন, এখানে মূল সমস্যা হচ্ছে, অপরাধীকে হস্তান্তর সংক্রান্ত কোন চুক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নেই।
পুতিন আরো বলেন, এ ধরণের চুক্তি স্বাক্ষর করতে রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকবার আহবান জানানো হলেও তা প্রত্যাখান করা হয়।
প্রসঙ্গত, উল্লেখ্য, মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনএসএ)-এর টেলিফোন ও ইন্টারনেটে ব্যাপক আড়িপাতার ঘটনা ফাঁস করে দেওয়ার মধ্য দিয়ে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেন স্নোডেন। মে মাসে এ-সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দেওয়ার পর স্নোডেন হংকং পালিয়ে যান।যুক্তরাষ্ট্র তাঁর পাসপোর্ট বাতিল করায় প্রায় ১ মাস তিনি মস্কোর শেরেমেয়তোভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করেন। স্নোডেন বর্তমানে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়ে অবস্থান করছেন।
Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ