• ৪ ফাল্গুন ,১৪৩১,16 Feb ,2025
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পেলে সিরিয়ায় হামলা সমর্থন করতে পারে রাশিয়া

| সেপ্টেম্বর 4, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার সরকার কর্তৃক রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ মিললে দেশটির ওপর সামরিক হামলা সমর্থন করতে পারে রাশিয়া। তবে সামরিক হামলার ওই সিদ্ধান্ত শুধুমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সেন্ট-পিটার্সবুর্গে আসন্ন জি-২০ সম্মেলন উপলক্ষ্যে বার্তাসংস্থা এপি ও রাশিয়ার চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

পুতিন জানান, যদি সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েই থাকে এবং তা যদি বাশার আসাদের সরকার কর্তৃক করা হয় তাহলে এর প্রমাণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে হস্তান্তর করতে হবে এবং সংস্থার পক্ষ থেকেই কেবল এ সংক্রান্ত চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে ওবামা প্রশাসন নিজেদের কাছে তথ্য-প্রমাণ থাকার কথা ঘোষণা করেছে তার স্বয়ং বিরোধীতা করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। সিরিয়ার বিরুদ্ধে একটি প্ররোচনা সৃষ্টি করতেই পূর্বপরিকল্পনা ছিলো যুক্তরাষ্ট্রের। যাতে করে সিরিয়ায় সামরিক হামলা চালানোর একটি ইস্যু তৈরী করা যায়।

তবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে গণহত্যাকে একটি গুরুতর অপরাধ বলে রাশিয়া মনে করে বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।

Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply