• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

জি-২০ সম্মেলন:ওবামার পাশ থেকে পুতিনের আসন সরানো হলো!

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর নেতারা জি২০ শীর্ষ সম্মেলনের জন্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সমবেত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার শুরু হয় দু’দিনের এই সম্মেলন, তবে আলোচ্য বিষয়গুলোর মধ্যে অর্থনৈতিক প্রসঙ্গগুলোকে ছাড়িয়ে সিরিয়া সংকটই প্রধান হয়ে উঠেছে। সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক এখন এমন তিক্ততায় পৌঁছেছে যে সম্মেলনের পরিকল্পনাকারীরা আসন বিন্যাস পাল্টাতে বাধ্য হয়েছেন! এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটি সিরিয়া অভিযানের পক্ষে ভোট দিয়েছে। এছাড়া জি-২০ সম্মেলনে সিরিয়া ইস্যুতে ওবামার ওপর চাপ বাড়ছে।

বুধবার সিনেট কমিটিতে প্রস্তাবের পক্ষে পড়ে ১০ এবং বিপক্ষে পড়ে ৭ ভোট। এর মধ্য দিয়ে সিনেটে প্রথম বাধা পার হয়ে সিরিয়ায় হামলার পথে একধাপ এগিয়ে গেলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এখন হামলার পক্ষে পুরো সিনেটের সমর্থনের জন্য প্রস্তাবটি আগামী সপ্তাহে কংগ্রেসে তোলা হবে। সেখানে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হবে। এর আগে মঙ্গলবার সিনেট কমিটি হামলা সংক্রান্ত খসড়া প্রস্তাবে সায় দেয়। অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে তাদের কাছে নতুন তথ্য আছে।

রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের পাশেই ছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আসন। কিন্তু শেষ মুহুর্তে গিয়ে তা সরানো হয়েছে। আগের পরিকল্পনা অনুযায়ী পুতিন এবং ওবামার মাঝে মাত্র একটি আসন ছিল। তিনি হলেন সৌদি বাদশাহ আব্দুল্লাহ। কিন্তু এত কাছাকাছি বসেও পুতিন এবং ওবামা যদি পরস্পরের থেকে মুখ ঘুরিয়ে রাখেন তবে তা বিব্রতকর হতে পারে। একারণে আসন বিন্যাস পরিবর্তন করা হয়।

গত মাসে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আসাদের বাহিনী বেসামরিক লোকজনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, এমন অভিযোগ ওঠার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘সীমিত আকারে হলেও’ দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবার পক্ষে অবস্থান নিয়েছেন। ওবামা সামরিক অভিযানের পক্ষে মার্কিন কংগ্রেসের সমর্থন পাবার চেষ্টা করে যাচ্ছেন। তিনি জি২০ সম্মেলনে যোগ দিতে বুধবার রাশিয়ার পিটার্সবার্গে পৌঁছান। সম্মেলনে সিরিয়া সংঘাত প্রাধান্য পায়। ওবামাকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান সুইডেন থেকে সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে অবতরণ করে। গতকাল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট বলেন, জি২০ সম্মেলনের আলোচ্যসূচিতে সিরিয়া ইস্যু নেই। তবুও আমরা পরে ডিনার টেবিলে বিষয়টি নিয়ে আলোচনা করব। তিনি জানান, জাপানের সঙ্গেও বিষয়টি নিয়ে তার আলোচনা হয়েছে।

সিরিয়ায় হামলা নিরুত্সাহিত করতে রাশিয়া ও চীন ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নেতার চেষ্টা চালাচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছেন। গতকাল সম্মেলনস্থলে পুতিনের সঙ্গে ওবামার সাক্ষাতটাও প্রাণবন্ত ছিল না। শুধুমাত্র ক্যামেরায় ছবির জন্য পোজ দেয়ার খাতিরে করমর্দন করে সৌজন্য রক্ষা করেন দুই নেতা। এরপর সম্মেলনের প্রথম দফা পুতিনের অনুকূলেই গেছে। জি-২০ সম্মেলনের নেতাদের কাছে সিরিয়ায় সামরিক হামলার বিপক্ষে মত দিয়ে চিঠি লেখে চীন, ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এমনকি পোপ ফ্রান্সিসও। পুতিনের পক্ষে তাদের এ অবস্থানে চাপ বাড়িয়েছে ওবামার ওপর। চীনের উপ-অর্থমন্ত্রী ঝু গুয়াংগিয়াও এক সংবাদ সম্মেলনে বলেছেন, সামরিক ব্যবস্থা বিশ্বের অর্থনীতি বিশেষ করে তেলের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এতে করে তেলের দাম বাড়বে।

Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply