ঘন কুয়াশায় ব্রিটেনে ‘গণ’ গাড়ি দুর্ঘটনা! আহত দুই শতাধিক
ইউরো সংবাদ: যুক্তরাজ্যের কেন্টে ঘন কুয়াশায় পড়ে গণহারে গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটেছে! গতকাল এই ‘সিরিজ দুর্ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে ঘন কুয়াশার কারণে কেন্টের এ২৪৯ নং শেপি ক্রসিংয়ে এ সিরিজ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে ৪০টি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে বলা হলেও পরে পুলিশ জানায় এর সংখ্যা শতাধিক। খবর মেইল অনলাইন ও বিবিসির।
একজন প্রত্যক্ষদর্শী জানায়, ঘটনার সময় সকালে ঘন কুয়াশা থাকায় পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না। এমন অবস্থাতেই গাড়ি চালকরা বেশ গতিতে ওই ক্রসিংটি পার হওয়ার চেষ্টা করেন। এ সময় একটির পেছনে অন্য গাড়িগুলো এসে উল্টোপাল্টা ধাক্কা মারতে থাকে। গাড়ির ওই জটলায় বড় লরিও ছিল। মার্টিন ট্যামার নামে এক চালক জানান, তিনি একটি গাড়িকে লরির নিচে ঢুকে যেতে দেখেছেন। এ সময় আহত লোকজন রাস্তায় পড়ে ছিল। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আকাশ পরিস্কার হলে দেখা যায় এক উদ্ভট দৃশ্য! একটি গাড়ির উপর আরেকটি উঠে আছে। একটি আরেকটির পেটের মধ্যে ঢুকে গেছে। দুর্ঘটনাকবলিত বেশিরভাগ গাড়ি দুমড়ে মুচড়ে যায়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK