সিরিয়া উপকুলের কাছে আরো ৪ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া
ইউরো সংবাদ: রাশিয়ার নৌবাহিনী পূর্ব ভূমধ্যসাগরে সিরিয়া উপকুলের কাছে আরো চারটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন এ আরব দেশটির বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে তখন এ সব জাহাজ সেখানে পাঠানো হলো।
এদিকে, তৃতীয় আরেকটি রুশ ল্যান্ডিং শিপ ‘বিশেষ কার্গো’ নেয়ার জন্য কৃষ্ণ সাগরের নভোরোসিস্ক বন্দরে স্বল্প সময়ের জন্য থেমেছে বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হলেও এ কার্গো সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ দেয়া হয়নি।
রুশ সূত্র থেকে বলা হয়েছে, এ জাহাজটি নভোরোসিস্ক বন্দরে থামবে এবং বিশেষ মালামাল তুলবে; তারপর কম্ব্যাট ডিউটি পালনের জন্য জাহাজটি ভূমধ্যসাগরের পূর্ব নির্ধারিত এলাকায় যাবে।
এ ছাড়া, পূর্ব ভূমধ্যসাগরের শিগগিরই ডেস্ট্রয়ার স্মেতিভি পাঠাবে মস্কো।
এ খবরে আরো বলা হয়েছে, রুশ সাবমেরিন বিধ্বংসী জাহাজ অ্যাডমিরাল প্যান্তেলিয়েভ, নাতসতোইচিভি শ্রেণীর ডেস্ট্রয়ার, তিনটি ল্যান্ডিং শিপ আলেকজান্ডার শাবালিন, অ্যাডমিরাল নেভেলস্কি এবং পেরেসভেত এরই মধ্যে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে।
সিরিয়া সঙ্কট শুরুর পর থেকেই রাশিয়া পূর্ব ভূমধ্যসাগরে তার সামরিক উপস্থিতি বজায় রেখেছে। তবে, সিরিয়ায় মার্কিন হামলার হুমকি বেড়ে যাওয়ার পর থেকে রুশ সমরশক্তি বাড়ানো হয়েছে এবং গত কয়েকদিনে এ অঞ্চলে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন পাঠিয়েছে মস্কো।
Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ