নববিবাহিত বধূটি কি চায়?
ইউরোবিডি২৪নিউজঃ একটি মেয়ে সামাজিকভাবে তার চিরচেনা বাবার বাড়ি ফেলে এসে স্বামীর সাথে পরম নির্ভরতায় শ্বশুর বাড়িতে নিজেকে সাজিয়ে নেয়। এ সময় তার যেমন শ্বশুরবাড়ির প্রতি কর্তব্যপরায়ণ হতে হয় তেমনি শ্বশুরবাড়ির সদস্যদের ও এদিকটা খেয়াল রাখতে হয় যেন নতুন সদস্যটি নিজেকে মানিয়ে নিতে পারে অনায়াসে। এ ব্যাপারে স্বামীর ভূমিকা অতুলনীয়। একজন স্বামী ই পারেন ছোট ছোট জিনিসের মাধ্যমে তার স্ত্রীকে মানসিক আনন্দ ও স্বস্তি দিতে। নববিবাহিত ও যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য এমনি কিছু টিপস নীচে দেয়া হলঃ
বি পজিটিভ
নিজের জীবন থেকে নেগেটিভিটি ঝেড়ে ফেলুন। পুরোপুরি হ্যাঁ বোধক মানুষ হয়ে যান। সব সময় আপনার জীবনসঙ্গিনীর মন জুগিয়ে চলার চেষ্টা করুন। এমন কিছু করবেন না যাতে তিনি আপনার ওপর রুষ্ট হতে পারেন।
বদলে ফেলুন নিজেকে
প্রধান প্রধান বাজে অভ্যাসগুলো যেমন ধুমপান, নাক ডেকে ঘুমানো, শব্দ করে চা খাওয়া, দেরিতে ঘুম থেকে ওঠা, খেতে বসে বাছাবাছি করা ইত্যাদি ত্যাগ করুন। নববধূর পছন্দ মাফিক হেয়ার কাট দিন এবং পোশাকের রং নির্বাচন করুন। নিজের এই বদলে যাওয়ার ব্যাপারটি নববধূর কানে কানে বলেও দিন এক ফাঁকে।
উপহার দিন প্রতিদিন
নববধূকে প্রতিদিন কোনো না কোনো উপহার দেওয়ার চেষ্টা করুন। ভালোবেসে যা দেবেন তাই হবে শ্রেষ্ঠ উপহার। এক্ষেত্রে একটি গোলাপ কিংবা একটি ঘাসফুলও অনেক মূল্যবান উপহার হতে পারে।
বেড়াতে যান
বিয়ের পরপর দু’জনের মতামতের ভিত্তিতে মধূ চন্দ্রিমায় চলে যান। যা একে অপরের কাছাকাছি আসতে সাহায্য করবে।
ভাবুন আপনি একজন সুখী মানুষ
শপিংমলে গিয়ে সব সময় ফুরফুরে মেজাজে স্ত্রীর পাশে থাকুন। তার কোনো কিছু পছন্দ হওয়ামাত্র বিল দিতে কার্পন্য করবেন না। সব সময় ভাবুন, আপনি একজন সুখী মানুষ, স্ত্রীর কারণে আপনার নবোদয় ঘটেছে।
এই সহজ দায়িত্বগুলো পালন করতে পারলে আপনার দাম্পত্য জীবন হয়ে উঠবে অনেক অনেক মধুময়!
Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ, লাইফ স্টাইল