• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

গণতন্ত্রের স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচন চায় বৃটেন

| সেপ্টেম্বর 13, 2013 | 0 Comments

বৃটিশ এমপি রুশনারা আলী ও এমপি শাবানা মাহমুদ

দেশের খবর: গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করেন বৃটিশ এমপি রুশনারা আলী। তার মতে, রাজনৈতিক সঙ্কট নিরসন ও আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করতে দেশের জনগণ ও রাজনীতিবিদদের-ই এগিয়ে আসতে হবে। বুধবার ঢাকা সফরে আসা যুক্তরাজ্যের মূল ধারার ওই রাজনীতিক গতকাল এক সংবাদ সম্মেলনে এ মত দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান রাজনৈতিক সঙ্কট একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ। এটি যত দ্রুত নিরসন হবে ততই মঙ্গল। দেশের তৈরি পোশাক শিল্পের কালো অধ্যায় ‘রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড’ পরবর্তী শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্য হিসাবে এক সপ্তাহের সফরে ঢাকা এসেছেন রুশনারা আলী। তার সঙ্গে রয়েছেন পাকিস্তানি বংশোদভূত বৃটিশ লেবার পার্টির এমপি শাবানা মাহমুদ। সফরের তৃতীয় দিন শুক্রবার সকালে অগ্রবর্তী দলের এ দুই এমপি গণমাধ্যমের মুখোমুখি হন। উদ্বোধনী বক্তৃতায় তারা তাদের ‘বাংলাদেশ মিশন’-এর বিস্তারিত তুলে ধরেন। এরপর প্রশ্নোত্তর পর্বে দেশের রাজনৈতিক পরিস্থিতি, বৃটিশ বাংলাদেশী কমিউনিটির সুখ-দুঃখ, হয়রানি, রাজনীতি ও নির্বাচন এবং সিরিয়া পরিস্থিতি নিয়ে তাদের দল ও সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। জানান, অল পার্টি প্রতিনিধি দলের বাকি সদস্যরা গতকাল-ই তাদের সঙ্গে যোগ দিয়েছেন। সফরকালে দেশের শীর্ষ দু’নেত্রীসহ সরকারি প্রতিনিধি, সিভিল সোসাইটি ও তৈরী পোশাক শিল্প-সংশ্লিষ্টদের সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। পোশাক শ্রমিকদের জীবন মান উন্নয়নসহ দেশের সার্বিক শ্রম পরিস্থিতি সরজমিন পরিদর্শন করবে প্রতিনিধি দল। শ্রমমান উন্নয়নে যুক্তরাজ্য কিভাবে বাংলাদেশকে আরও সহযোগিতা করতে পারে দেশে ফিরে তারা এ সংক্রান্ত একটি প্রতিবেদন ও সুপারিশ দেবে। বৃটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক শ্যাডো মিনিস্টার রুশনারা আলী তৈরী পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট নারীদের জীবনমান উন্নয়নে তার নিজস্ব চিন্তা ও আগ্রহ ব্যক্ত করেন। বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশী পোশাকের বিদেশী ক্রেতা ও মাল্টি ন্যাশনাল কোম্পানি সবারই দায় রয়েছে। পরিস্থিতির উন্নয়নে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। সচেতনতা বাড়াতে হবে। শ্রমবান্ধব কর্মপরিবেশ তৈরি করতে স্থানীয় উদ্যোক্তাদের ভূমিকা রাখতে হবে। শ্রমিকদের জীবন যাপনের প্রয়োজনীয় মজুরি নিশ্চিত করতে হবে। সার্বিকভাবে কর্তৃপক্ষের তদারকি আরও বাড়াতে হবে। এক প্রশ্নের জবাবে বৃটিশ এমপি বলেন, যুক্তরাষ্ট্রে বাজারে বাংলাদেশী জিএসপি সুবিধা বাতিল করায় তিনি ব্যক্তিগতভাবে হতাশ। লেবার পার্টির নেতা হিসেবেও তিনি আশাহত হয়েছেন। তার মতে, এটি কোন সমাধান নয়। এই সিদ্ধান্তের ফলে দুনিয়াজুড়ে বাংলাদেশের শ্রম পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক বার্তা গেছে। তবে রুশনারা বাংলাদেশের শ্রমপরিস্থিতির উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। জাতিসংঘ ঘোষিত এমডিজি অর্জনসহ বাংলাদেশের সমগ্রিক অর্জনেরও প্রশংসা করেন বৃটিশ এমপি। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশীরাও অনেক ভাল করছে। প্রাসঙ্গিকভাবে তিনি বৃটিশ এমপি নির্বাচনে মনোনয়ন পাওয়া বঙ্গবন্ধুর নাতনী টিউলিপের জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মানবজমিনের এক প্রশ্নের জবাবে সুনামগঞ্জে বেড়াতে এসে নির্মমভাবে খুন হওয়া বাংলাদেশী বংশোদভূত বৃটিশ নাগরিক রেহানা বেগমের হত্যাকারীদের শাস্তি দাবি করেন তিনি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নির্মম এ খুনের ঘটনা সিরিয়াসলি নিয়েছে বৃটেন। এটি প্রথম ঘটনা নয়। এর আগেও এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এটি তার নজরে এনেছেন জানিয়ে তিনি বলেন, অপরাধীদের বিচারের আওয়ায় আনা হবে এবং ভিকটিমের পরিবার ন্যায়বিচার পাবে- এই মুহূর্তে এটাই তাদের চাওয়া। সংবাদ সম্মেলনের সমাপনীতে প্রবাসী বাংলাদেশী বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীদের দেশে নানা রকম হয়রানি, ভূ-সম্পত্তি জাল-জালিয়াতি ও দখল হয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। বলেন, দেশবাসীর সমস্যা, দুর্যোগ-দর্বিপাকে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবাদান রাখেন। কিন্তু দেশে তাদের জমিজমা নিয়ে অনেক সময় হয়রানির মুখে পড়তে হয়। প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং তাদের দুর্ভোগ লাঘবে গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন রুশনারা।

সংলাপের মাধ্যমে সমাধান বের করুন: রুশনারা

সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে দ্রুত সংলাপের মাধ্যমে সৃষ্ট সঙ্কট সমাধানের তাগিদ দিয়েছেন সফররত বৃটিশ লেবার পার্টির এমপি রুশনারা আলী। গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী একটি বৃটিশ প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠক শেষে বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলী বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হওয়া প্রয়োজন। সিলেটে জন্মগ্রহণ করা এই বৃটিশ এমপি বলেন, বৃটিশ সরকার চায় বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক। এছাড়া অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ জরুরি। এর জন্য রাজনৈতিকদলগুলো দ্রুত সংলাপে বসে সৃষ্ট সঙ্কটের সমাধান বের করার পরামর্শ দেন তিনি। দেশের তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৃটিশ লেবার পার্টির এই এমপি বলেন, শ্রমিক নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। রানা প্লাজার পুনরাবৃত্তি যেন না ঘটে তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

বিএনপির পক্ষে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বৃটিশ সংসদীয় দল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কথা বলেছে। বিএনপি সব সময় সংলাপের জন্য প্রস্তুত। এ বিষয়ে বিএনপির অবস্থান তাদের কাছে তুলে ধরা  হয়েছে। তিনি বলেন, আমরা সংলাপের জন্য রাজি আছি। তবে সরকারকে উদ্যোগ নিতে হবে। শমসের মবিন চৌধুরী দাবি করেন, সংলাপের পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের। সরকার এখনও সেই পরিবেশ সৃষ্টি করতে পারেনি। আজ পরিবেশ সৃষ্টি হলে কালই আমরা সংলাপে বসতে পারি। যুক্তরাজ্যের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রুশনারা আলী। প্রতিনিধি দলের এনি মেইন, নিক ডি বইস, সাইমন ডাংজাক, জোনাথন রিওনল্ডস, শাবানা মাহামুদ ছাড়াও ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষে খালেদা জিয়া ছাড়াও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Category: 1stpage, দেশের খবর, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply