• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রুশ-মার্কিন সমঝোতা মানি না: সিরিয়ার বিদ্রোহী কমান্ডার

| সেপ্টেম্বর 14, 2013 | 0 Comments

সিরিয়ার বিদ্রোহীদের কমান্ডার সালিম ইদ্রিস

আন্তর্জাতিক: সিরিয়ার রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে রুশ-মার্কিন সমঝোতা প্রত্যাখ্যান করেছে বিদেশি মদদপুষ্ট তাকফিরি বিদ্রোহীরা।

 তিনদিন আলোচনার পর  (শনিবার) জেনেভায় রাশিয়া ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীদের সংলাপে এ সমঝোতা হয়। বিদ্রোহীরা এ সমঝোতা প্রত্যাখ্যান করে বলেছে, “তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।”

 তুরস্কের ইস্তাম্বুল শহরে এক সংবাদ সম্মেলনে বিদ্রোহীদের কমান্ডার সালিম ইদ্রিস বলেছেন, “আমেরিকা ও রাশিয়ার মধ্যকার সমঝোতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এর মাধ্যমে তারা শুধু সময় ক্ষেপণ করতে চেয়েছে। ফ্রি সিরিয়ান আর্মি এ সমঝোতার কোনো অংশেরই বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত হবে না; সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো।”

 তিনি আরো বলেন, “আমরা সম্পূর্ণভাবে এ উদ্যোগকে উপেক্ষা করছি এবং সরকারের পতনের জন্য আমরা লড়াই অব্যাহত রাখব।”

 সালিম ইদ্রিস বলেন, বাশার আসাদের রাসায়নিক অস্ত্র ধ্বংসের বিষয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যকার এ সমঝোতা তাদের গত আড়াই বছরের সমস্ত ততপরতার জন্য বড় ধরনের বিপর্যয়।

 সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে রুশ-মার্কিন সমঝোতায় বলা হয়েছে, সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ধ্বংস করতে হবে।

Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply