আর্থিক মন্দার প্রভাবে গ্রিসে জন্মহার কমেছে ১০%: স্বাস্থ্য মন্ত্রণালয়
ইউরো সংবাদ: চলমান আর্থিক মন্দার প্রভাবে গ্রিসে সন্তানের জন্মহার ১০ শতাংশ কমেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। (শুক্রবার) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ২০০৮ সাল থেকে গ্রিসে সন্তান জন্মগ্রহণের পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। যদিও, সঙ্কট শুরুর আগে গ্রিসে সন্তান জন্মের হার কম ছিল, পরে তা আরো কমে যায়।
২০০৮ সালে দেশটিতে ১ লাখ ১৮ হাজার ৩০২টি শিশু জন্ম নিয়েছিলো যা পরবর্তী ২০১২ সালে এসে দাঁড়ায় ১ লাখ ৯৮০। মন্ত্রণালয়ের প্রকাশিত রিপোর্টে বলা হয়, চলমান অর্থনৈতিক সঙ্কটের বিপরীতে সরকারের পক্ষ থেকে ভয়াবহ রকম ব্যয় সঙ্কোচন নীতি গ্রহণ করায় জনগণের মধ্যে বিয়ের হার কমেছে এবং সন্তান জন্ম দেয়ার আগ্রহও কমে গেছে।
এদিকে, দেশে কম সন্তান জন্ম নেয়ায় ভবিষ্যতে কর্মক্ষম জনশক্তির আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউরোজোনের চলমান মন্দার কেন্দ্রে রয়েছে গ্রিস। গ্রিক সরকার অর্থনৈতিক সংস্কারের জন্য ইইউ থেকে কঠিন শর্তে ঋণ ও কঠোর ব্যয়সঙ্কোচন নীতি গ্রহণসহ বেশ কিছু পদক্ষেপ নিলেও পরিস্থিতির কোন উন্নয়ন হচ্ছে না।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Greece