১৪ অক্টোবর থেকে সিরিয়ার ওপর রাসায়নিক নিরস্ত্রীকরণ আইন জারি হবে
আন্তর্জাতিক: সিরিায়াকে রাসায়নিক অস্ত্র নষ্ট করার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরণের কাগজপত্র রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরে পৌঁছেছে। চলতি বছরের ১৪ অক্টোবর থেকে রাসায়নিক অস্ত্র কনভেনশন দেশটির ওপর জারি হবে।রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বান কি মুনের তথ্যসম্প্রচার দপ্তর এ খবর জানিয়েছে।
উল্লেখ্য, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ধ্বংস করতে হবে, বা দেশটি থেকে অন্য কোথাও সরিয়ে নিতে হবে। গতকাল শনিবার জেনেভা আলোচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে।
লাভরভ-কেরির মতৈক্যকে স্বাগত জানালো ন্যাটো
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের ব্যাপারে জেনেভায় শনিবার রুশ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও জন কেরি যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুস্সেন। গতকাল দেওয়া এক বিবৃতিতে তিনি এই কারণে পররাষ্ট্রমন্ত্রীদের ধন্যবাদ জানান।
ন্যাটোর মহাসচিব বলেন, সিরিয়ায় মজুত থাকা রাসায়নিক অস্ত্র দ্রুত অপসারণ বা নষ্ট করে ফেলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ।
তিনি আরও বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য আন্তর্জাতিক সমাজ।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্তে পৌঁছেছে, তা সিরিয়াতে রক্তক্ষয়ী সংঘর্ষ রাজনৈতিক উপায়ে সমাধানের জন্য নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন অ্যান্ডার্স ফগ রাসমুস্সেন।
সিরিয়ার বিরোধী জোটকে জেনেভা-২ সম্মেলনে অংশ নিতে রাজি করাবে যুক্তরাষ্ট্র: ল্যভরোভ
রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরোভ বলেছেন, সিরিয়ার বিরোধী জোটকে জেনেভা-২ শান্তি সম্মেলনে অংশ নিতে প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আশ্বস্ত করেছে রাশিয়াকে।
সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশন জোট ও এদের মিত্রদের সাথে ওয়াশিংটন আলোচনা চালিয়ে যাবে। “রোসিয়া-১” টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য,সিরিয়ার রাসায়নিক অস্ত্র ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ধ্বংস করতে হবে, বা দেশটি থেকে অন্য কোথাও সরিয়ে নিতে হবে। গতকাল শনিবার জেনেভা আলোচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ