রুশ-মার্কিন সমঝোতা জাতিসংঘে অনুমোদিত হতে হবে: সিরিয়া
আন্তর্জাতিক: সিরিয়ার তথ্যমন্ত্রী বলেছেন, তার দেশের রাসায়নিক অস্ত্র নির্মূল করার ব্যাপারে রুশ-মার্কিন সমঝোতা শুধুমাত্র জাতিসংঘে অনুমোদিত হওয়ার পরই বাস্তবায়ন করবে দামেস্ক। একইসঙ্গে তিনি এও বলেছেন, সিরিয়া এরইমধ্যে এ সংক্রান্ত কাগজপত্র তৈরির কাজ শুরু করেছে।
সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আজ-জোবি রোববার ব্রিটিশ টিভি চ্যানেল আইটিএনকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, “জাতিসংঘের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে তা মেনে নেয়ার জন্য সিরিয়া প্রস্তুত রয়েছে।” তিনি আরো বলেন, “আমাদের রাসায়নিক অস্ত্র ধ্বংস করার ব্যাপারে আমরা রুশ পরিকল্পনা মেনে নিয়েছি। বস্তুত আমরা আমাদের (রাসায়নিক অস্ত্রের) তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছি।”
রাসায়নিক অস্ত্র চাইলে সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধ করুন: আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের প্রতি মার্কিন সমর্থন বন্ধ হচ্ছে কি-না তার ওপর নির্ভর করছে রাসায়নিক অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া। তিনি ‘রাশিয়া-২৪’ চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ মন্তব্য করেছেন।
বাশার আল-আসাদ বলেন, সিরিয়ার সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালাতে আমেরিকা বিদ্রোহীদের যে অর্থ ও অস্ত্র সাহায্য দিচ্ছে তা বন্ধ না করলে রাসায়নিক অস্ত্র হস্তান্তর করবে না দামেস্ক।
বাশার আসাদ বলেন, রাসায়নিক অস্ত্রের ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের প্রস্তাব মেনে নেয়ার পেছনে গুরুত্বপূর্ণ যে কারণগুলো ছিল তার অন্যতম হচ্ছে- এ প্রস্তাবটি রাশিয়ার পক্ষ থেকে তোলা হয়েছে। তিনি বলেন, অন্য কোনো দেশের পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হলে নিঃসন্দেহে তা দামেস্ক প্রত্যাখ্যান করতো।
এ প্রস্তাব গ্রহণ করার সঙ্গে সিরিয়ার বিরুদ্ধে মার্কিন হুমকির কোনোরকম সম্পর্ক নেই বলে বাশার আসাদ মন্তব্য করেন। তিনি আরো বলেন, সিরিয়া সবসময় আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সচেষ্ট। কিন্তু, সিরিয়ায় কোনোরকম সামরিক হস্তক্ষেপ চালালে এই নিরাপত্তা বিনষ্ট হবে এবং পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ-সংঘাত ছড়িয়ে পড়বে।
রাশিয়ার এ প্রস্তাব বাস্তবায়নের প্রথম ধাপ হলো সিরিয়ার বিরুদ্ধে আমেরিকার শত্রুতাপূর্ণ নীতির অবসান। হুমকি বন্ধ করা হলে এবং বিদ্রোহী তাকফিরি সন্ত্রাসীদের অস্ত্রশস্ত্র সরবরাহ বন্ধ করা হলে প্রস্তাব চূড়ান্তভাবে বাস্তবায়িত হবে।
আঞ্চলিক পরিস্থিতির ওপর রাশিয়ার ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, মস্কো পরিকল্পনা বাস্তবায়নে প্রভাবশালী ভূমিকা রাখার মধ্যদিয়ে রাশিয়া নির্ভরযোগ্য, আস্থাভাজন ও শক্তিশালী একটি দেশ হিসেবে নিজের গ্রহণযোগ্যতার প্রমাণ দিয়েছে।
সিরিয়ার জাতীয় সংহতি বিষয়ক মন্ত্রী আলী হায়দারও গতকাল বলেছেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্রভাণ্ডার নিয়ন্ত্রণের যে প্রস্তাব দিয়েছে রাশিয়া, আমেরিকা যদি সিরিয়া-বিরোধী হুমকি বন্ধ করে তাহলে ওই প্রস্তাব বাস্তবায়ন করা হবে।
Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ