সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধংস করতে সময় অপচয় করা ঠিক হবেনা
আন্তর্জাতিক: সিরিয়া মজুদ থাকা রাসায়নিক অস্ত্র ধংস করার ক্ষেত্রে বিন্দুমাত্র সময় অপচয় না করার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধংস করার কাজের পরিকল্পনা নিয়ে রাসায়নিক অস্ত্র নিরস্ত্রিকরণ কনভেনশেন সংস্থার ভারপ্রাপ্ত পরিষদের সাথে সাক্ষাতকালে জাতিসংঘ মহাসচিব এই আহবান জানান।
বান কি মুনের ব্যক্তিগত সহকারী মার্টিন নাসিরকি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধংস করা নিয়ে জেনেভায় রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের ঐক্যমতের আলোকেই সম্পাদন করার পন্থা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
আগামী ২০১৪ সালের মাঝামাঝি সময়ে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধংস করা যাবে বলে আশা করা হচ্ছে।
Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ