৮ বছর পর বৈঠক করতে যাচ্ছেন ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্ট
ইউরো সংবাদ: প্যারিস ঘোষণা করেছে, আগামী সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানি নিউ ইয়র্কে বৈঠক করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ওলাঁদের দফতর ঘোষণা করেছে, আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ বৈঠকে সিরিয়া সংকট এবং ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা হবে।
প্রেসিডেন্ট ওলাঁদের এক সহযোগী বলেছেন, ফ্রান্স চায় সিরিয়ায় যথার্থ রাজনৈতিক উত্তরণের পথে খুঁজে বের করার জন্য অন্যান্যের মতো ইরানও পুরোপুরি ততপর হোক।
২০০৫ সালের ইরানের ততকালীন প্রেসিডেন্ট সাইয়্যেদ মোহাম্মাদ খাতামি প্যারিসে ফ্রান্সের ততকালীন প্রেসিডেন্ট জ্যাক শিরাকের সঙ্গে সাক্ষাত করেছিলেন। তারপর আর কোন ইরানি প্রেসিডেন্টের সঙ্গে কোনো ফরাসি প্রেসিডেন্টের সাক্ষাত হয়নি।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশন শুরু হবে এবং এ অধিবেশনে যোগ দেয়ার জন্য প্রেসিডেন্ট রুহানি আগামীকাল (রোববার) নিউ ইয়র্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুহানির ভাষণ দেয়ার কথা রয়েছে।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ