রাসায়নিক অস্ত্র ধ্বংসের তারিখ ঘোষণায় দেরি হবে: রাশিয়া
ইউরো সংবাদ: সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের তারিখ এবং খরচ ঘোষণা করতে দুই থেকে তিন মাস সময় লাগবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান সহকারী সের্গেই ইভানভ আজ (শনিবার) এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, সম্ভবত আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে পুরোপুরি পরিষ্কার হবে যে, রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে কত সময় লাগবে, কোন প্রযুক্তি ব্যবহার করে তা ধ্বংস করা হবে এবং এ কাজে কত অর্থ খরচ হবে। এ মুহূর্তে কেউ এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারবে না।
একইসঙ্গে রুশ এ কর্মকর্তা বলেন, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থার কাছে সিরিয়ার সরকার যে তথ্য হস্তান্তর করেছে তাতে প্রমাণিত হয়- আসাদ সরকার এ বিষয়ে আন্তরিক।
গত ১৪ সেপ্টেম্বর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তিনদিনের আলোচনা শেষে একটি সমঝোতায় পৌঁছান। এ সমঝোতা অনুযায়ী, সিরিয়ার সমস্ত রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনা হবে এবং ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ধ্বংস করা হবে।
Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ