ফ্রান্স সহ ইউরোপীয় কূটনীতিকদের ওপর চড়াও ইসরাইলি সেনারা; চলছে সমালোচনা
ইউরো সংবাদ: ফিলিস্তিনের পশ্চিম তীরে ত্রাণ সরবরাহের সময় জাতিসংঘ ও ইউরোপের কূটনীতিকদের অপমান অপদস্থ করেছে ইসরাইলি সেনারা। ফ্রান্সের মহিলা কূটনীতিক মারিয়ন ফেসনো ক্যাসটেইং অভিযোগ করেছেন, ইসরাইলি সেনারা তাকে টেনে হিচড়ে নিচে নামিয়ে মাটিতে ফেলে দেয়। কূটনীতিক হিসেবে সেনারা তাকে কোন ধরনের মর্যাদা দেয়নি।
তিনি বলেন, সেখানে এভাবেই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানো হয়! ঘটনাস্থলে ইউরোপের আরো কয়েক জন কূটনীতিক ছিলেন। পাশাপাশি জাতিসংঘের প্রতিনিধিও ঘটনার শিকার। তারা সবাই ইসরাইলি সেনাদের এ ধরনের আচরণের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কূটনীতিকরা বলেছেন, তারা সেখানে পৌঁছার সঙ্গে সঙ্গে প্রায় এক ডজন ইসরাইলি সামরিক গাড়ি তাদের ঘিরে ফেলে এবং ট্রাক থেকে ত্রাণ নামাতে নিষেধ করে। তারা ত্রাণ সরবরাহে বাধা দেয়।
পশ্চিমতীরের খিরবাত আল মাখুল এলাকায় ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনির বাড়ি ধ্বংস করার পর বিদেশি কূটনীতিকরা সেখানে ত্রাণ নিয়ে পৌঁছান। বাড়ি ভেঙ্গে দেয়ার পরও ওই সব ব্যক্তি ওই এলাকা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছিল। যাদের ঘর-বাড়ি ভেঙ্গে দেয়া হয়েছে,তারা কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করে আসছিলেন। ইসরাইলের একজন মুখপাত্র বলেছেন, কূটনীতিকদের অপমান করা হয়েছে কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে।
Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ