তুরস্ক কখনও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নাও হতে পারে: মন্ত্রী
ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের পক্ষ থেকে প্রধান আলোচনাকারী এগিমেন বাগিস জানিয়েছেন, তার দেশ কখনও ইইউ জোটের সদস্য নাও হতে পারে।
লন্ডনের টেলিগ্রাফ পত্রিকায় এক সাক্ষাতকারে তুরস্কের ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মন্ত্রী বাগিস বলেন, নরওয়ের মত ইউরোপের বাজারে বিশেষ প্রবেশাধিকার পেতে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক আঙ্কারা।
তিনি বলেন, এভাবে একদিন আমরা ইউরোপীয় স্ট্যান্ডার্ডে পৌঁছতে পারবো, তবে ইইউ-এর সদস্য হিসেবে নয়, নরওয়ের মত ইউরোপের পাশে থেকে।
বাগিস বলেন, “ইউরোপীয় ইউনিয়নের বোঝা উচিত আঙ্কারাকে দূরে সরিয়ে তারা আমাকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং তারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত করছে।”
তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতি জোর দিয়ে বলেন, অধিকার ক্ষুণ্ণ না করে ইউক্রেনের মত আঙ্কারাকেও সম্ভাবনাময় জাতি হিসেবে মেনে নিন।
২০০৫ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আঙ্কারা। কিন্তু, ফ্রান্স ও জার্মানির প্রতিরোধের কারণে তা বেশিদূর আগাতে পারেনি। এছাড়া, সাইপ্রাসের সঙ্গে চলমান টানাপড়েনও এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ