“আমেরিকার ‘মাস্তানি’ থেকে জাতিসংঘকে রক্ষা করতে হবে”
আন্তর্জাতিক: বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, নিউ ইয়র্ক থেকে জাতিসংঘের সদর দফতর বিশ্বের অন্য কোনো দেশে সরিয়ে নিতে হবে। ‘মাস্তান’ আমেরিকার ‘ব্ল্যাকমেল’ থেকে বিশ্বের জাতিগুলোকে রক্ষার জন্য এ ব্যবস্থা নিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।
বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি তার মিত্র দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক অসদাচরণের তীব্র নিন্দা জানান। মোরালেস বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকার ‘গুণ্ডামি’ বন্ধ করার এখনই উপযুক্ত সময়।
৪০ মিনিটের ভাষণে মোরালেস বলেন, “জাতিসংঘের সদর দফতরের অবস্থান পরিবর্তনের বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। এটি এমন একটি দেশে নিতে হবে যে দেশ জাতিসংঘের সব আইন ও চুক্তি মেনে চলে।”
বলিভিয়ার সমাজবাদী প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, আমেরিকা যখন একটি দেশের প্রেসিডেন্টকে বহনকারী বিমানকে গুলি করে নামানোর হুমকি দেয় তখন সেদেশে কীভাবে জাতিসংঘের সদর দপ্তর থাকতে পারে? যারা সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদে বিশ্বাসী নয় তারা নিউ ইয়র্কে নিজেদের নিরাপদ মনে করে না।
মাদুরোর সঙ্গে মার্কিন সরকারের এ আচরণকে ‘সুস্পষ্ট মাস্তানি’ হিসেবে অভিহিত করে বলিভিয়ার প্রেসিডেন্ট বলেন, এরকম একটি ‘গুণ্ডা’র দেশে জাতিসংঘের সদর দফতর থাকতে পারে না। আমেরিকা মানবাধিকার সংক্রান্ত কোনো আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করেনি বলেও উল্লেখ করেন তিনি।
১৯৪৫ সালে জাতিসংঘের প্রতিষ্ঠালগ্ন থেকে নিউ ইয়র্কেই এর সদর দফতর ছিল। ১৯৫২ সালে এটিকে বর্তমান ভবনে স্থানান্তর করা হয়।
Category: আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ