• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

জীবনের হুমকি: জাতিসংঘ সফর বাতিল করলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

| সেপ্টেম্বর 27, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: জীবন নাশের হুমকির কারণে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার পরিকল্পনা বাতিল করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

 চীন সফর থেকে ফিরেই গতকাল (বুধবার) তিনি তার জীবন নাশের হুমকির কথা জানান। মাদুরো বলেন, জাতিসংঘে যাওয়ার পথে কানাডার ভাঙ্কুভার শহরে পৌঁছে তিনি একটি গোয়েন্দা তথ্য পেয়েছেন যাতে তার জীবনের জন্য বড় ধরনের দু’টি হুমকি রয়েছে। এ তথ্য পাওয়ার পরই তিনি ভেনিজুয়েলা ফিরে গেছেন।

 মাদুরো বলেন, “আমার জীবন বাঁচানোর জন্যই আমি ফিরে এসেছি।” তিনি জানান, নিউ ইয়র্কে পৌঁছানোর পর তাকে শারীরিকভাবে আঘাত করা কিংবা নিউ ইয়র্কে সহিংসতা ঘটানোর পরিকল্পনা নেয়া হয়েছিল।

 এর আগে, চলতি মাসের গোড়ার দিকে মাদুরো বলেছিলেন- ওয়াশিংটন খাদ্য, বিদ্যুত ও জ্বালানি সরবরাহের ওপর বাধা সৃষ্টি করে তার দেশকে অচল করে দেয়ার পরিকল্পনা নিয়েছে। সে সময় তিনি দাবি করেছিলেন, হোয়াইট হাউজের ওই বৈঠকে কারা উপস্থিত ছিলেন তার কাছে তাদের নাম পর্যন্ত রয়েছে।

Category: আন্তর্জাতিক, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply