বিশ্বসুন্দরী মেগান ইয়াং, দ্বিতীয় ফ্রান্সের ম্যারিন লোরফেলিন
আন্তর্জাতিক: এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিশ্ব সুন্দরীর মুকুট জয় করেছেন ফিলিপাইনের মেগান ইয়াং। ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে শনিবার সন্ধ্যায় দর্শকদের উল্লাস ধ্বনির মধ্যে ২৩ বছরের ইয়াংকে মিস ওয়ার্ল্ড শিরোপা পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড চীনা সুন্দরী উ ওয়েনজিয়া।
বিশ্বের বিভিন্ন দেশের ১২৬ জন প্রতিযোগীকে টপকে এ শিরোপা জয় করেন ডিজিটাল ফিল্মের শিক্ষার্থী মেগান। এবারের প্রতিযোগিতায় ফ্রান্সের ম্যারিন লোরফেলিন দ্বিতীয় এবং ঘানার ক্যারানজার না ওকাইলি শুটার তৃতীয় অবস্থান অধিকার করেছেন। তারা দু’জনই মেডিকেলে পড়ছেন।
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী মেগান ইয়াং ১০ বছর বয়সেই ফিলিপাইনে চলে আসেন। শিরোপা জয়ের পর ঝলমলে গাউন পরে বালির নুসা দুয়া কনভেনশন সেন্টারের মঞ্চে আসেন ইয়াং। ইয়াং বলেছেন, ভবিষ্যতে শিক্ষা বিস্তারে তিনি কাজ করতে চান। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও কট্টরপন্থী মুসলিমদের বিক্ষোভের মুখে তা সরিয়ে বালিতে নেয়া হয়।
Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ