ওবামা-রুহানি ফোনালাপ: ক্ষোভে ফেটে পড়লেন নেতানিয়াহু
আন্তর্জাতিক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির টেলিফোন সংলাপে ক্ষুব্ধ হয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষায় নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেতে ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুহানি।
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষোভের সঙ্গে বলেন, ইরান ক্রমান্বয়ে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। ওবামা ও রুহানির টেলিফোনালাপকে ভুয়া হিসেবে অভিহিত করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট ড. রুহানির নিউ ইয়র্ক সফর শুরুর আগে কিছু ইহুদিবাদী গোষ্ঠী ইরানের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার শুরু করেছিল। তারা সবার কাছে এ বার্তা পৌঁছে দিতে চেয়েছিল যে, ইরান বিশ্বকে ধোঁকা দিতে চায় এবং তারা গঠনমূলক সমঝোতা ও সম্পর্কের যে কথা বলছে তা ধোঁকা দেয়ার কৌশল ছাড়া আর কিছু নয়।
কিন্তু ইসরাইলি পত্রপত্রিকাতেই লেখা হয়েছে, ইরানি প্রেসিডেন্টের বিরুদ্ধে ইসরাইলি অপপ্রচার ব্যর্থ হয়েছে এবং জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলি নেতারাই এখন কোনঠাসা হয়ে পড়েছেন।
Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ