বোরখা পরার বিপক্ষে ক্যামেরুন
ইউরো সংবাদ: যুক্তরাজ্যে বিতর্কিত বোরখা নিয়ে মুখ খুললেন প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরুন। আদালত, স্কুল এবং ইমিগ্রেশন সেন্টারে বোরখা পরা সমর্থণ করেননি তিনি। স্বাধীন দেশের নাগরিক হিসেবে পোশাকের স্বাধীনতা রয়েছে বলে মনে করেন ক্যামেরুন।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে ক্যামেরুন বলেন, আদালত, স্কুল বা ইমিগ্রেশন সেন্টারে অবশ্যই মুখ দেখাতে হবে। নতুন অভিবাসীদের আগমনের ক্ষেত্রে অবশ্যই অফিসারদের সামনে মুখ খুলতে হবে। মুখ দেখতে না পারলে শিক্ষকরাও সঠিক মনোযোগ দিতে পারেননা বলে মনে করেন তিনি।
ক্যামেরুন বলেন, সম্প্রতি আদালতে এক প্রত্যক্ষদর্শী মুখ না খোলায় আদালত মুলতবি ঘোষণা করায় আমি খুশি হয়েছি।
এদিকে কনজারভেটিভ পার্টির একদল এমপি বোরখা পরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার জন্য সুপারিশ করেন। এ বিষয়ে ক্যামেরুন বলেন স্কুলগুলো তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে যে কোন আইন করতে পারে। কিন্তু তারা যদি নির্দিষ্ট একটি ড্রেস কোড করে তাহলে, আমি মনে করি তাদেরকে বন্ধ করতে হবে।
উল্লেখ্য, গত মাসের প্রথম দিকে বার্মিংহাম মেট্রোপলিটন স্কুলের বোরখার উপর নিষেধাজ্ঞার বিষয়টি একটি পলিটিকাল ইস্যু হয়ে দাড়িয়ছে। মুসলিম ধর্মের অবমাননার দায়ে স্কুলটি অভিযুক্ত হয়।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ